রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রযুক্তিভিত্তিক শিক্ষায় মেধাবী হয়ে উঠছে শিক্ষার্থীরা : ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠছে। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই দেশটাকে গড়ে তুলবে। শিক্ষার মানোন্নয়নে যা যা করা প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। সারা দেশে শিক্ষার প্রসার ঘটাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষিত জাতি দেশের কল্যাণ বয়ে আনে। তবে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের কোনো উন্নয়ন হয়নি। বরং দেশটাকে মূর্খ বানিয়ে ছিল। শিক্ষার্থীদের হাতে ছিল মাদক ও অস্ত্র। দেশ ছিল পিছিয়ে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থাকে উন্নত করে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বর্তমানে দেশ উন্নয়নশীল দেশের কাতারে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের এ মেধাবী শিক্ষার্থীরা উন্নত দেশের কাতারে নিয়ে যাবে। গতকাল ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরের ইকবাল হাইস্কুলের সম্প্রসারণকৃত দ্বিতীয় ও তৃতীয় তলার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনের সময় এসব কথা বলেন। পরে হুইপ ইকবালুর রহিম হাইস্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন।

তিনি ছাত্রীদের একটি কমন রুম, খেলার সরঞ্জাম এবং ডিজিটাল ল্যাবের প্রয়োজনীও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এরপর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে স্বাস্থ্য, চিকিৎসা সেবা, করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পর্যালোচনা সভায় যোগদান করেন এবং লাশবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়।

সর্বশেষ খবর