ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল মহড়ার সময় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, ৬ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরও ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ঝনাইদহ : শৈলকুপায় মোটরসাইকেল মহড়ার সময় নিহত শিশুর নাম আরাফাত (৫)। শিশুটি উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের চান্নু হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সন্ধ্যার পর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের নজির হোসেন ২০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে রাস্তায় মহড়ায় দেন। এ সময় একটি মোটরসাইকেল চাপায় শিশুটির আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুর : দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে শাল্টিরহাট এলাকায় পিকআপের চাপায় আবু বক্কর (৭৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কৃষ্ণনগর কসবা গ্রামের। চট্টগ্রাম : সকালে নগরীর চান্দগাঁও থানার বাস সিগন্যাল সড়কের বালুর টাল এলাকায় গাড়ি উল্টে উর্মি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাগুরা : সকালে হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে কুদ্দুস মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরেজের সামনে বিকালে সিএনজির ধাক্কায় মামুন সরকার (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার হবুয়ার চালা এলাকায় দুপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শিরোনাম
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের