ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল মহড়ার সময় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, ৬ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরও ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ঝনাইদহ : শৈলকুপায় মোটরসাইকেল মহড়ার সময় নিহত শিশুর নাম আরাফাত (৫)। শিশুটি উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের চান্নু হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সন্ধ্যার পর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের নজির হোসেন ২০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে রাস্তায় মহড়ায় দেন। এ সময় একটি মোটরসাইকেল চাপায় শিশুটির আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুর : দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে শাল্টিরহাট এলাকায় পিকআপের চাপায় আবু বক্কর (৭৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কৃষ্ণনগর কসবা গ্রামের। চট্টগ্রাম : সকালে নগরীর চান্দগাঁও থানার বাস সিগন্যাল সড়কের বালুর টাল এলাকায় গাড়ি উল্টে উর্মি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাগুরা : সকালে হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে কুদ্দুস মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরেজের সামনে বিকালে সিএনজির ধাক্কায় মামুন সরকার (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার হবুয়ার চালা এলাকায় দুপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ