ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল মহড়ার সময় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, ৬ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরও ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ঝনাইদহ : শৈলকুপায় মোটরসাইকেল মহড়ার সময় নিহত শিশুর নাম আরাফাত (৫)। শিশুটি উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের চান্নু হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সন্ধ্যার পর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের নজির হোসেন ২০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে রাস্তায় মহড়ায় দেন। এ সময় একটি মোটরসাইকেল চাপায় শিশুটির আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুর : দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে শাল্টিরহাট এলাকায় পিকআপের চাপায় আবু বক্কর (৭৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কৃষ্ণনগর কসবা গ্রামের। চট্টগ্রাম : সকালে নগরীর চান্দগাঁও থানার বাস সিগন্যাল সড়কের বালুর টাল এলাকায় গাড়ি উল্টে উর্মি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাগুরা : সকালে হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে কুদ্দুস মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরেজের সামনে বিকালে সিএনজির ধাক্কায় মামুন সরকার (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার হবুয়ার চালা এলাকায় দুপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক