রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

স্কুলের শহীদ মিনার ধসে শিশু নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যালয়ের শহীদ মিনার ধসে পড়ে জান্নাতি আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদি এএম উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  নিহত জান্নাতি সেকান্দরদি গ্রামের রাব্বি মোল্লার মেয়ে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ওই বিদ্যালয়ের মাঠে বিকালে মায়ের সঙ্গে যায় শিশু জান্নাতি। তারা ওই বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে ছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ শহীদ মিনারের একটি স্তম্ভ ভেঙে জান্নাতির ওপর পড়ে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পলাশ মডেল থানার ওসি ইলিয়াস বলেন, শিশুটি শহীদ মিনারের পিলারের নিচে চাপা পড়ে মারা গেছে বলে দাবি এলাকাবাসীর।       -নরসিংদী প্রতিনিধি

জীবিত ব্যক্তিকে মৃত্যু সনদ, স্ত্রী ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের শিবালয়ে জীবিত ব্যক্তিকে মৃত্যু সনদ দেওয়ায় ইউনিয়ন চেয়ারম্যান ও দুই সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। ভুক্তভোগী শফিকুল ইসলাম শুক্রবার শিবালয় থানায় মামলাটি করেন। আসামিরা হলেন- শিবালয় মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন এবং ইউপি সদস্য নুর মোহাম্মদ ও শফিকুলের স্ত্রী শারমিন। মামলা সূত্রে জানা যায়, শফিকুল গত ২৭ সেপ্টেম্বর ঋণ উত্তোলনের জন্য একটি অফিসে যান। সেখানকার কর্মকর্তারা জানান ওই নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রমাণ হিসেবে তারা ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত মৃত্যু সনদ দেখান। শফিকুল বলেন, তার স্ত্রী নারী ইউপি সদস্য শারমিনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। তার সম্পত্তি আত্মসাতের জন্য চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করে শারমিন এই কাজ করেছেন।            -মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রিলে ঝুলছিল মায়ের লাশ বিছানায় ঘুমিয়ে ছিল শিশু

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই সন্তানের জননীর ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। গোয়ালাবাজার ইউনিয়নের করনসীরোডে ভাড়া বাসা থেকে শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। জলি বেগম (৩০) নামের ওই গৃহবধূ উপজেলার কছপুরাই গ্রামের আমির আহমদের স্ত্রী। পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জলি ও আমির আহমদ দম্পতির তামিম (৯) এবং তামিমা বেগম (৬ মাস) নামের দুই সন্তান রয়েছে। তামিমা জন্মের পর থেকে জলি বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাত ৮টার দিকে পরিবারের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে জলির লাশ জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তখন পাশেই বিছানায় ঘুমাচ্ছিল তার ছয় মাস বয়সী শিশুকন্যা তামিমা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, জলির পরিবার জানিয়েছে তিনি মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।               -নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঢাবিতে পড়ার স্বপ্ন ভঙ্গ পরীক্ষার্থীর ক্ষোভে ছিঁড়লেন প্রবেশপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভেঙেছে গোপালগঞ্জের মেয়ে তিথি রায়ের। ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছানোয় তাকে হলে ঢুকতে দেননি কর্তৃপক্ষ। এ সময় রাগে-ক্ষোভে প্রবেশপত্র ছিঁড়ে ফেলে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়। তিথির মা গীতা রায় বলেন, ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের পর থেকে দিনরাত পড়াশোনা করেছে তিথি। শনিবার পরীক্ষায় অংশ নিতে খুব ভোরে গোপালগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। বরিশাল নগরীর চৌমাথা ও সাগরদী এলাকায় দুই দফা যানজটে আটকে পড়ায় ১১টা ২৫ মিনিটে কেন্দ্রের গেটে পৌঁছলেও কর্তৃপক্ষ তিথীকে হলে প্রবেশ করতে দেয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, বিধি অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা রয়েছে।       -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর