সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে র্যাব। তাদের থেকে ১০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১১টায় তাদের আটক করা হয়। গতকাল র্যাব-১১-এর লে. কমান্ডার এসব তথ্য নিশ্চিত করেন। আটকরা হলেন রফিক মিয়া (৩৫) ও তাহের মিয়া (৪৪)।
লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, এরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশ এলাকায় অভিনব পন্থায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।