মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নৌকার মনোনয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেতা-কর্মীদের

হবিগঞ্জ প্রতিনিধি

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দুটি ইউনিয়নের প্রার্থী প্রত্যাহার করে দলের পরীক্ষিতদের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আজমিরীগঞ্জ সদরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফুল হোসেন মোবারুল, বদলপুরে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুষেনজিৎ চৌধুরী, জলসুখা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা শাহাজান মিয়া, কাকাইলছেও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়া ও শিবপাশায় আওয়ামী লীগ নেতা তফছির মিয়া। এদের মধ্যে মিজবাহ উদ্দিন ভূইয়া যুদ্ধাপরাধ মামলার আসামি। তাছাড়া ইতোপূর্বে তিনি পাঁচবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সব কটিতে পরাজিত হয়েছেন। মিজবাহ উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া জলসুখা ইউনিয়নে বহু অপকর্মের হোতা শাহজাহান মিয়াকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কাকাইলছেও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজবাহ উদ্দিন ভূইয়া জানান, আমি যুদ্ধাপরাধ মামলার টাইব্যুনালের সাক্ষী। ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করেছিল। মামলাটি ট্রাইব্যুনাল আমলে নেয়নি। শেখ হাসিনা আমার রাজনৈতিক দিক বিবেচনা করে মনোনয়ন দিয়েছেন।

সর্বশেষ খবর