ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে গত সোমবার দিবাগত রাত ৩টার পর থেকে দেখা দিয়েছে নদীভাঙন। এতে পদ্মা নদীতে বিলীন হয়েছে অন্তত ৯০ শতাংশ ফসলি জমি। নিরাপদ আশ্রয়ে যাচ্ছে নদীপাড়ের পরিবারগুলো। ভাঙন ঝুঁকিতে রয়েছে ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিন গতকাল দুপুরে দেখা যায় ফসলি জমির বৃহৎ অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০ মিটার দূরে রয়েছে ভাঙন এলাকা। এ ছাড়া নদীপাড় হতে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে শেখ লিটন (৪২), মানিক দেওয়ান (৫৪), শেখ কালাম (৫২) ও শেখ নজরুলের বসতভিটা। এ ছাড়া নিরাপদ আশ্রয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন শামসেল বেপারী (৬৭), শেখ সালাম (৬৩), মাইনুদ্দীন মৃধা (৫৮)। শামসেল জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে ভাঙনের শব্দে তার ঘুম ভেঙে যায়। ভোর রাত থেকে লোকজন নিয়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। তবে আপাত স্কুলের মাঠে উঠেছেন কিন্তু এখন আর যাওয়ার স্থান রইল না। ভাঙনের খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুজন কুমার সাহা জানান, বিদ্যালয়ের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মো. কাউছার জানান, তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবগত করেছেন। এ তারা এলাকাবাসীর বসতবাড়ি ও বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
ভাঙনে দিশাহারা পদ্মা পাড়ের মানুষ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর