ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে গত সোমবার দিবাগত রাত ৩টার পর থেকে দেখা দিয়েছে নদীভাঙন। এতে পদ্মা নদীতে বিলীন হয়েছে অন্তত ৯০ শতাংশ ফসলি জমি। নিরাপদ আশ্রয়ে যাচ্ছে নদীপাড়ের পরিবারগুলো। ভাঙন ঝুঁকিতে রয়েছে ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিন গতকাল দুপুরে দেখা যায় ফসলি জমির বৃহৎ অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০ মিটার দূরে রয়েছে ভাঙন এলাকা। এ ছাড়া নদীপাড় হতে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে শেখ লিটন (৪২), মানিক দেওয়ান (৫৪), শেখ কালাম (৫২) ও শেখ নজরুলের বসতভিটা। এ ছাড়া নিরাপদ আশ্রয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন শামসেল বেপারী (৬৭), শেখ সালাম (৬৩), মাইনুদ্দীন মৃধা (৫৮)। শামসেল জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে ভাঙনের শব্দে তার ঘুম ভেঙে যায়। ভোর রাত থেকে লোকজন নিয়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। তবে আপাত স্কুলের মাঠে উঠেছেন কিন্তু এখন আর যাওয়ার স্থান রইল না। ভাঙনের খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুজন কুমার সাহা জানান, বিদ্যালয়ের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মো. কাউছার জানান, তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবগত করেছেন। এ তারা এলাকাবাসীর বসতবাড়ি ও বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শিরোনাম
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
ভাঙনে দিশাহারা পদ্মা পাড়ের মানুষ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর