ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে গত সোমবার দিবাগত রাত ৩টার পর থেকে দেখা দিয়েছে নদীভাঙন। এতে পদ্মা নদীতে বিলীন হয়েছে অন্তত ৯০ শতাংশ ফসলি জমি। নিরাপদ আশ্রয়ে যাচ্ছে নদীপাড়ের পরিবারগুলো। ভাঙন ঝুঁকিতে রয়েছে ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিন গতকাল দুপুরে দেখা যায় ফসলি জমির বৃহৎ অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০ মিটার দূরে রয়েছে ভাঙন এলাকা। এ ছাড়া নদীপাড় হতে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে শেখ লিটন (৪২), মানিক দেওয়ান (৫৪), শেখ কালাম (৫২) ও শেখ নজরুলের বসতভিটা। এ ছাড়া নিরাপদ আশ্রয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন শামসেল বেপারী (৬৭), শেখ সালাম (৬৩), মাইনুদ্দীন মৃধা (৫৮)। শামসেল জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে ভাঙনের শব্দে তার ঘুম ভেঙে যায়। ভোর রাত থেকে লোকজন নিয়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। তবে আপাত স্কুলের মাঠে উঠেছেন কিন্তু এখন আর যাওয়ার স্থান রইল না। ভাঙনের খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুজন কুমার সাহা জানান, বিদ্যালয়ের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মো. কাউছার জানান, তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবগত করেছেন। এ তারা এলাকাবাসীর বসতবাড়ি ও বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
ভাঙনে দিশাহারা পদ্মা পাড়ের মানুষ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর