ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে গত সোমবার দিবাগত রাত ৩টার পর থেকে দেখা দিয়েছে নদীভাঙন। এতে পদ্মা নদীতে বিলীন হয়েছে অন্তত ৯০ শতাংশ ফসলি জমি। নিরাপদ আশ্রয়ে যাচ্ছে নদীপাড়ের পরিবারগুলো। ভাঙন ঝুঁকিতে রয়েছে ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিন গতকাল দুপুরে দেখা যায় ফসলি জমির বৃহৎ অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০ মিটার দূরে রয়েছে ভাঙন এলাকা। এ ছাড়া নদীপাড় হতে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে শেখ লিটন (৪২), মানিক দেওয়ান (৫৪), শেখ কালাম (৫২) ও শেখ নজরুলের বসতভিটা। এ ছাড়া নিরাপদ আশ্রয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন শামসেল বেপারী (৬৭), শেখ সালাম (৬৩), মাইনুদ্দীন মৃধা (৫৮)। শামসেল জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে ভাঙনের শব্দে তার ঘুম ভেঙে যায়। ভোর রাত থেকে লোকজন নিয়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। তবে আপাত স্কুলের মাঠে উঠেছেন কিন্তু এখন আর যাওয়ার স্থান রইল না। ভাঙনের খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুজন কুমার সাহা জানান, বিদ্যালয়ের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মো. কাউছার জানান, তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবগত করেছেন। এ তারা এলাকাবাসীর বসতবাড়ি ও বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস