শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অনুমতি ছাড়াই কাটা হলো বন বিভাগের ২ হাজার গাছ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল বন বিভাগের অধীন বাঁশতৈল রেঞ্জের পেকুয়া এলাকা থেকে অনুমতি ছাড়াই ২ হাজার আকাশমনি গাছ কাটার অভিযোগ উঠেছে। দুই একর জমির গাছ কেটে বিক্রি করা হলেও এ বিষয়ে কিছুই জানেন না বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০১১ সালের বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালায় বলা হয়েছে, সামাজিক বনায়নের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হবে। এলাকাবাসীর অভিযোগ, এবার অনুমতি নেওয়া হয়নি। সরকারি বনের গাছ কেটে বিক্রি, রাতে গজারি গাছ কেটে পাচার; এসবই দেখেন না বন বিভাগের লোকজন।

 আর এটা তো ব্যক্তি মালিকানা জায়গার গাছ। জমির মালিক নাজিম উদ্দিন গাছ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। গাছের ব্যাপারী (ক্রেতা) খরম আলী বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় গাছ কাটছি। এ বিষয়ে জানতে বংশীনগর বিটের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা রমিউজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে গাছ কাটার বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানান বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল হক বলেন, সামাজিক বনানয়নের গাছ কাটতে কর্তৃপক্ষের অনুমতি লাগে।

সর্বশেষ খবর