শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নৌকাবিরোধীদের কাছে মনোনয়নপত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি

বেলকুচির দৌলতপুর ইউনিয়নে বিএনপি-জামায়াত ও বিগত নির্বাচনে নৌকার বিরোধীদের মধ্যে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। অভিযোগ আছে, উপজেলা আওয়ামী লীগ নেতারা সুবিধা নিয়ে তাদের কাছে ফরম বিতরণ করেছেন।

এতে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ মোল্লা জেলা আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, দৌলতপুর ৬৮ হাজার মানুষের ঐতিহ্যবাহী ইউনিয়ন। এর আগের নির্বাচনগুলোয় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু এবারের নির্বাচন কেন্দ্র করে দলে সদ্য অনুপ্রবেশকারী ও আওয়ামী লীগবিরোধী বিএনপি-জামায়াত পরিবারের সদস্য শিল্পপতি আবদুস সালাম ফকিরের ছোট ভাই বদিউজ্জামান ফকিরকে দলীয় ফরম দেওয়া হয়েছে। এ পরিবারের সদস্যরা সব সময়ই সূক্ষ্ম পরিকল্পনার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগের ক্ষতিসাধনে লিপ্ত রয়েছেন। এ ছাড়া গত উপজেলা ও পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর স্ত্রী এবং শেখ হাসিনা ও নৌকার দুর্নাম ও কুৎসা রটনাকারী লতিফা খাতুন সোমাকে আওয়ামী লীগের মনোনয়নপত্র দেওয়া হয়েছে। তারা দলীয় ফরম উত্তোলন করেছেন। এ নিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজসহ উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে অনুবেশকারী ও নৌকাবিরোধীদের দলীয় মনোনয়নপত্র বাতিলের দাবি জানান তারা। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে মন্তব্য না করে ‘পরে কথা বলব’ বলে ফোন কেটে দেন। তবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। মনোনয়নপত্রের সঙ্গে অভিযোগের কপিগুলোও কেন্দ্রে পাঠানো হবে। মনোনয়ন বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

সর্বশেষ খবর