মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নববধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি

কবিরহাট উপজেলার দয়ারামদি গ্রামে পরকীয়ার জেরে এক নববধূকে হত্যার ঘটনায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড  করেছে। নোয়াখালী দায়রা জজ সালেহ আহমেদ গতকাল দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর দি ত আসামি মনির হোসেন বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ মে দয়ারামদি গ্রামের শ্বশুরবাড়ি থেকে নববধূ নাজমা আক্তার ওরফে নাজুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ৩০ এপ্রিল রাতে আসামি তার স্ত্রীকে ঠান্ডা মাথায় পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। ওই দিন রাতে বাবু এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়ে তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই বাদী হয়ে বাবুকে আসামি করে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের দাবিতে হত্যা মামলা করেন। তদন্ত করে বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ আলম পাটোয়ারী।

সর্বশেষ খবর