বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্বল্পমেয়াদি আমন ধান কাটা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি

স্বল্পমেয়াদি আমন ধান কাটা শুরু

কিশোরগঞ্জের হোসেনপুরে স্বল্পমেয়াদি আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। এ ধান আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। হোসেনপুর উপজেলার পুমদী ব্লকের রামপুর গ্রামের কৃষক মজনু মিয়ার জমিতে স্বল্পমেয়াদি ব্রি ৩৯-৭১-৭৫ এবং বিনা -১৭ ও ২২ ধান কাটা হয় মঙ্গলবার বিকালে। কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, বীজ বপনের পর ১১২ থেকে ১১৫ দিনের মধ্যে এ জাতীয় ধান কাটা যায়। ব্রি-৭৫ হেক্টরপ্রতি ফলন ৫.৫ মেট্রিকটন এবং বিনা ধান-১৭ প্রতি হেক্টরে ৫.৯ মেট্রিকটন উৎপাদন হয়। রামপুর গ্রামের মাহফুজ মিয়া জানান, নতুন জাতের স্বল্পমেয়াদি ধান চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছি। চরপুমদী ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান জানান, এলাকার চারজন বাছাই করা কৃষককে পাঁচ জাতের ধান প্রদর্শনীতে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক প্রদানসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস জানান, অল্প দিনের মধ্যে আগাম ধান কেটে কৃষকরা পুনরায় একই জমিতে শীতকালীন রবিশস্য আবাদ করতে পারবেন।

সর্বশেষ খবর