মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কলেজছাত্রীর মৃত্যুর রহস্য উন্মোচন দাবি

রাঙামাটি প্রতিনিধি

সম্প্রতি রাঙামাটি সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। যদিও নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মিলেছিল লাশ। তবুও হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নানা বিতর্ক রয়েছে সহপাঠী ও তার পরিবারের। গতকাল সকালে এ মৃত্যুর রহস্য উন্মোচন ও দোষীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদী ব্যানার-ফেস্টুন নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্ণিমা চাকমা (১৯) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাহালী এলাকার সাধন চাকমার মেয়ে। রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কখনই কাম্য নয়। তার মৃত্যু স্বাভাবিক হতে পারে না। এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনার বিষয়ে উচ্চতর তদন্ত হওয়া প্রয়োজন। অবিলম্বে পূর্ণিমা চাকমা হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ দোষীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে পূর্ণিমা চাকমা রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার বিকালে প্রতিবেশীরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত  ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা পালিয়ে যায়।

সর্বশেষ খবর