মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

জয় বাংলা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা

টাঙ্গাইলের সখীপুরে জয় বাংলা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। গত রবিবার সন্ধ্যায় উপজেলার আমতৈল পূর্বপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভায় সভাপতির নির্ধারিত বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই তিনি বসে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক দ্রুত বসে পড়েন। বসে পড়ার ৫ মিনিটের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। পরে নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল মালেকের মৃত্যুতে পরিবার ও মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে আবদুল মালেকের মরদেহ দাফন করা হয়েছে। মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তার মৃত্যু হলো।  

-টাঙ্গাইল প্রতিনিধি

 

ইজিবাইক ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন নুর ইসলাম, রাজিব ও সজীব। গতকাল সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। র‌্যাব-১০ জানায়, রবিবার মধ্য রাতে র‌্যাবের একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী গোলচত্বর ও চড়াইল বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করার অপরাধে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

-কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর