মানিকগঞ্জে পোলট্রি মুরগির মূল্য হ্রাসবৃদ্ধিতে বিপাকে পড়েছে খামারি ও খুচরা বিক্রেতারা। একবার লাভবান হলে আরেকবার লোকসান গুনতে হচ্ছে। উচ্চ মূল্যে মুরগি বিক্রি করেও অনেক সময় লোকশান গুনতে হচ্ছে তাদের। সেই সঙ্গে ক্রেতারাও হিমশিম খাচ্ছে চড়া দামে মুরগি কিনতে। মুরগির দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির খাবার, ওষুধ ও বাচ্চার দাম। অপরদিকে মুরগির দাম বাড়ায় বিপাকে পড়েছে ক্রেতারাও। আজ একদাম কাল আরেক দাম এ নিয়ে প্রতিনিয়ত ক্রেতা বিক্রেতার মধ্যে ঝামেলা চলছেই। স্বল্প আয়ের মানুষ থেকে মধ্যবিত্তের লোকজন তাদের চাহিদা মেটায় পোলট্রি মুরগি দিয়ে। কিন্তু এগুলোও আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। নিয়মিত ব্রয়লার মুরগি ক্রেতা আলী আজম বলেন, সকল প্রকার মাছের দাম চড়া ব্রয়লার মুরগিই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন এ মুরগি কেনাও কষ্টের। তিনি আরও বলেন, বাচ্চাদের এখন কী খাওয়ামু। বাজারে বেশিরভাগ ক্রেতাই হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক শিক্ষক বলেন, আমি নিয়মিত সোনালি মুরগি ক্রয় করে ড্রেসিং করে নিতাম। দেশি মুরগি তো কেনা সম্ভব নয়। বাসার লোকজন দেশি মুরগি মনে করেই খেত। এখন সোনালি কেনার মতো অবস্থাও নেই। শহরের বেওথা এলাকার মায়ের দোয়া খামারির মালিক আনিসুর রহমান কোনো নীতিমালা না থাকার কারণে আমরা সব সময় ঝুঁকি নিয়ে ব্যবসা করি। গত সপ্তাহে ব্রয়লার মুরগির পাইকারি দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। বর্তমানে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি। সোনালি মুরগিও কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে। তিনি আরও জানান, তার খামারে ২০ হাজার মুরগি রয়েছে। এখন তিনি ক্ষতির মুখে পড়েছেন। মুরগির দাম কমলেও মুরগির খাবারের দাম কমেনি। তিনি একজন খুচরা বিক্রেতাও। মানিকগঞ্জ বাজারের মুরগি ব্যবসায়ী সাব্বির আহমেদ লাবু ও ইউসুফ আলী বলেন, মুরগির উঠানামা করায় আমরা খুব সমস্যায় আছি। ক্রেতারা আমাদের ওপর আস্থা হারাচ্ছে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলেন, কোনো নীতিমালা না থাকার কারণে খাদ্য ও বাচ্চার দাম ঠিক থাকে না। তাই বাজারে অস্থিরতার সৃষ্টি হয়। সবাই দাবি করেন একটি বাস্তবসম্মত নীতিমালা করার। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলায় ১৩৭টি লেয়ার, ১৪০টি ব্রয়লারসহ কক ও সোনালি মুরগি মিলে তিন শতাধিক পোলট্রি মুরগির খামার রয়েছে। করোনা ও বন্যার কারণে বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অতিরিক্ত বাড়ার কারণে বেশি দামে মুরগি বিক্রি হচ্ছে। মূল্য উঠানামার কারণে খামারি, খুচরা ক্রেতা-বিক্রেতা সবাই বিরম্ভনার শিকার হচ্ছেন। একটি সঠিক নীতিমালা থাকলে এরকম হতো না। একটি বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।
শিরোনাম
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা