বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসকদের কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। তবে  পাহাড়ি অঞ্চলে সরকারের যে কর্মসূচি আছে তা দুর্গম এলাকায় একার পক্ষে সম্ভব নয়। তাই স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এনজিও যারা কাজ করছে তাদেরও এগিয়ে আসতে হবে। তাই কর্মদক্ষতা বাড়াতে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্‌বান জানান। গতকাল সকালে রাঙামাটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন।

সর্বশেষ খবর