সিরাজগঞ্জে লরিচাপায় তিন মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, চট্টগ্রাম, নরসিংদী ও গাজীপুরে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহ : কালীগঞ্জ-যশোর মহাসড়কের সাতমাইলে গতকাল সকালে বাস ও যাত্রিবাহী ভ্যানের সংঘর্ষে সুমিত্রা দাস (৪৮) নামে এক নারী নিহত ও অজ্ঞাত নারী আহত হয়েছেন। সুমিতা কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সুশীল দাসের স্ত্রী। একই দিন সকালে ফুলবাড়ী গেট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাজন হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় মহাসড়কের খড়িখালীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাজু আহম্মেদ (৪২) নামে এক আলমসাধু চালক নিহত হন। চট্টগ্রাম : গতকাল সকালে সীতাকুন্ড উপজেলার ঘোরামারী স্কুলের সামনে লরির ধাক্কায় প্রাণ হারান শামসুল আলম (৬৫) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার জোড়ানতল সিয়ানি চৌধুরী বাড়ির বাসিন্দা। নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় গতকাল ভোরে ট্রাকচাপায় একজন ইমাম নিহত হয়েছেন। নিহত মজিবর রহমান (২৫) জয়নগর ইউনিয়নের মুরগীবের গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরের বেকাসহারায় গতকাল দুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত মহরম আলী (৬০) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
সিরাজগঞ্জে লরিচাপায় তিন বাইক আরোহী নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর