শিরোনাম
শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. নাসিরউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ায় নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গতকাল ভোরে আটঘর ইউনিয়নের কাকলিখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, নাসিরউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর নাসিরউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হাদিস মিয়া মঙ্গলবার বিএনপি নেতা নাসিরউদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ফেসবুকে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য পোস্ট করে আসছে এমন অভিযোগ করেন।      -ফরিদপুর প্রতিনিধি

 

আট ইউনিয়নে ১৩ দিন বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ

আগামী ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার আটটি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৩ দিন নির্বাচনী এলাকায় সব ধরনের বৈধ অস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের জেএম শাখা থেকে গতকাল গণমাধ্যমে পাঠানো আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোনারগাঁ উপজেলার আট ইউনিয়নে ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। তবে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত সব বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দফতর, আর্থিক অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর জন্য এই আদেশ প্রযোজ্য নয়।

                -সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর