বরগুনার পাথরঘাটা উপজেলার চার ইউনিয়ন পরিষদের ভোট ২৮ নভেম্বর। ইতিমধ্যে প্রচারণায় মাঠ দখল করে নিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা। অন্যদিকে নৌকা ডোবাতে মরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। মাঠ দখল করতে না পারলেও বিভিন্ন কৌশলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের ধারণা, প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। আর এ সুযোগ কাজে লাগাতে চান স্বতন্ত্র প্রার্থী বিএনপির উপজেলা সভাপতি। এদিকে দলীয় ফরম কিনে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে। এবারের নির্বাচনে বিএনপি বা জাতীয় পার্টি মনোনয়ন না দিলেও হাতপাখার প্রার্থী রয়েছেন তিন ইউনিয়নে। অন্যদিকে পাথরঘাটার চার ইউনিয়নের তিনটিতে বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করলেও সদর পাথরঘাটা ইউনিয়নে বিদ্রোহী আসাদুজ্জামান আসাদ প্রত্যাহার করেননি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, নৌকা ডোবাতে মরিয়া আসাদ। অবশ্য আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নিজের ইচ্ছাতেই পরিবারের অনুমতি নিয়ে নির্বাচন করছেন, কোনো নেতার পরামর্শে নয়। পাথরঘাটার চার ইউনিয়নের মধ্যে এখন সবার চোখ সদর পাথরঘাটার দিকে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন। তারা হলেন- নৌকার আলমগীর হোসেন, বিদ্রোহী ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ (আনারস), স্বতন্ত্র ও পাথরঘাটা উপজেলা বিএনপি সভাপতি এম মতিউর রহমান মোল্লা (ঘোড়া), মো. সুমন মিয়া (চশমা) ও রাশেদুল ইসলাম (মোটরসাইকেল) এবং হাতপাখার হাফিজুর রহমান। এর আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন আসাদুজ্জামান। এবার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী। আসাদ বিদ্রোহী হওয়ায় পরিবারেও অন্তঃকোন্দলের গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিদ্রোহী প্রার্থী এমনভাবে মাঠে থাকলে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের লড়াই হবে। আর সুবিধা নেবেন অন্য দলের প্রার্থীরা। তাই এখনই বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার অথবা নৌকার প্রার্থীর পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে নেতারা আরও জানান, তিনটিতে বিদ্রোহী থাকলেও তাদের বসাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ।
শিরোনাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
নৌকায় বিদ্রোহী, সুযোগ নিতে চায় বিএনপি
বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
১০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
১৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন