বরগুনার পাথরঘাটা উপজেলার চার ইউনিয়ন পরিষদের ভোট ২৮ নভেম্বর। ইতিমধ্যে প্রচারণায় মাঠ দখল করে নিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা। অন্যদিকে নৌকা ডোবাতে মরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। মাঠ দখল করতে না পারলেও বিভিন্ন কৌশলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের ধারণা, প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। আর এ সুযোগ কাজে লাগাতে চান স্বতন্ত্র প্রার্থী বিএনপির উপজেলা সভাপতি। এদিকে দলীয় ফরম কিনে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে। এবারের নির্বাচনে বিএনপি বা জাতীয় পার্টি মনোনয়ন না দিলেও হাতপাখার প্রার্থী রয়েছেন তিন ইউনিয়নে। অন্যদিকে পাথরঘাটার চার ইউনিয়নের তিনটিতে বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করলেও সদর পাথরঘাটা ইউনিয়নে বিদ্রোহী আসাদুজ্জামান আসাদ প্রত্যাহার করেননি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, নৌকা ডোবাতে মরিয়া আসাদ। অবশ্য আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নিজের ইচ্ছাতেই পরিবারের অনুমতি নিয়ে নির্বাচন করছেন, কোনো নেতার পরামর্শে নয়। পাথরঘাটার চার ইউনিয়নের মধ্যে এখন সবার চোখ সদর পাথরঘাটার দিকে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন। তারা হলেন- নৌকার আলমগীর হোসেন, বিদ্রোহী ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ (আনারস), স্বতন্ত্র ও পাথরঘাটা উপজেলা বিএনপি সভাপতি এম মতিউর রহমান মোল্লা (ঘোড়া), মো. সুমন মিয়া (চশমা) ও রাশেদুল ইসলাম (মোটরসাইকেল) এবং হাতপাখার হাফিজুর রহমান। এর আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন আসাদুজ্জামান। এবার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী। আসাদ বিদ্রোহী হওয়ায় পরিবারেও অন্তঃকোন্দলের গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিদ্রোহী প্রার্থী এমনভাবে মাঠে থাকলে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের লড়াই হবে। আর সুবিধা নেবেন অন্য দলের প্রার্থীরা। তাই এখনই বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার অথবা নৌকার প্রার্থীর পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে নেতারা আরও জানান, তিনটিতে বিদ্রোহী থাকলেও তাদের বসাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ।
শিরোনাম
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
নৌকায় বিদ্রোহী, সুযোগ নিতে চায় বিএনপি
বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর