বরগুনার পাথরঘাটা উপজেলার চার ইউনিয়ন পরিষদের ভোট ২৮ নভেম্বর। ইতিমধ্যে প্রচারণায় মাঠ দখল করে নিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা। অন্যদিকে নৌকা ডোবাতে মরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। মাঠ দখল করতে না পারলেও বিভিন্ন কৌশলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের ধারণা, প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। আর এ সুযোগ কাজে লাগাতে চান স্বতন্ত্র প্রার্থী বিএনপির উপজেলা সভাপতি। এদিকে দলীয় ফরম কিনে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে। এবারের নির্বাচনে বিএনপি বা জাতীয় পার্টি মনোনয়ন না দিলেও হাতপাখার প্রার্থী রয়েছেন তিন ইউনিয়নে। অন্যদিকে পাথরঘাটার চার ইউনিয়নের তিনটিতে বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করলেও সদর পাথরঘাটা ইউনিয়নে বিদ্রোহী আসাদুজ্জামান আসাদ প্রত্যাহার করেননি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, নৌকা ডোবাতে মরিয়া আসাদ। অবশ্য আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নিজের ইচ্ছাতেই পরিবারের অনুমতি নিয়ে নির্বাচন করছেন, কোনো নেতার পরামর্শে নয়। পাথরঘাটার চার ইউনিয়নের মধ্যে এখন সবার চোখ সদর পাথরঘাটার দিকে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন। তারা হলেন- নৌকার আলমগীর হোসেন, বিদ্রোহী ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ (আনারস), স্বতন্ত্র ও পাথরঘাটা উপজেলা বিএনপি সভাপতি এম মতিউর রহমান মোল্লা (ঘোড়া), মো. সুমন মিয়া (চশমা) ও রাশেদুল ইসলাম (মোটরসাইকেল) এবং হাতপাখার হাফিজুর রহমান। এর আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন আসাদুজ্জামান। এবার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী। আসাদ বিদ্রোহী হওয়ায় পরিবারেও অন্তঃকোন্দলের গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিদ্রোহী প্রার্থী এমনভাবে মাঠে থাকলে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের লড়াই হবে। আর সুবিধা নেবেন অন্য দলের প্রার্থীরা। তাই এখনই বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার অথবা নৌকার প্রার্থীর পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে নেতারা আরও জানান, তিনটিতে বিদ্রোহী থাকলেও তাদের বসাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
নৌকায় বিদ্রোহী, সুযোগ নিতে চায় বিএনপি
বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর