সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আলোচিত সায়মন হত্যাকান্ড পাঁচজনের নামে চার্জশিট

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার আলোচিত ‘সায়মন’ হত্যা মামলায়, খুনিসহ পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে থানা পুলিশ। চার্জশিটে প্রধান অভিযুক্ত খুনি এনাম উদ্দিন, তার এক সহযোগী ও ভিকটিমের তিন বন্ধুকে অভিযুক্ত করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায়, অব্যাহতি দেওয়া হয় এ ঘটনায় গ্রেফতার এক বৃদ্ধকে। গেল ৩০ সেপ্টেম্বর সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অরূপ সাগর গুপ্ত কমল।  চার্জশিটে অভিযুক্তরা হলেন, একই গ্রামের এনাম উদ্দিন, তার সহযোগী মোস্তাব আলীর ছেলে তাহিদ আলী (২৪), ভিকটিমের বন্ধু আফজাল হোসেন লায়েক, ফয়েজ আহমদ ও তারেক আহমদ।   প্রসঙ্গত, গেল ২০ মার্চ রাত ১০টায় উপজেলা পরিষদ সড়ক এলাকায় ছুরিকাঘাতে খুন হন ইরমান আহমদ সায়মন নামের ব্যবসায়ী যুবক।

তিনি পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মছলন্দর আলীর ছেলে। এ ঘটনায় তার বড়ভাই ময়নুল ইসলাম সুমন অভিযুক্ত পাঁচজনকে আসামি করে মামলা দেন। মামলায় প্রথমে গ্রেফতার করা হয় ভিকটিমের সঙ্গীয় বন্ধু লায়েক, ফয়েজ ও তারেক। আত্মগোপনে চলে যায় এনাম ও তার সহযোগী তাহিদ। কদিন পর গ্রেফতার হয় তাহিদ। পরে ঘটনার এক সপ্তাহের মাথায় গ্রেফতার করা হয় এনামকেও। তার দেওয়া স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা। সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় সায়মনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে আসে তিন বন্ধু লায়েক, ফয়েজ ও তারেক। সদরের একটি রেস্তোরাঁয় খাবার শেষে আল-হেরার সামনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

সর্বশেষ খবর