রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার পাশের কুমার নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ইউএনও এ জরিমানা করেন। ইটভাটার লোকজন দীর্ঘদিন পাশের কুমার নদ থেকে অবৈধভাবে মাটি তুলে ইট প্রস্তুত করে আসছিলেন। খবর পেয়ে ওই দিন সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অপরাধ স্বীকার করায় ইটভাটার ব্যবস্থাপক অগ্নি দে-কে ৫০ হাজার টাকা অর্থদ  করে আদালত। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, ইটভাটা কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। ভাটার ব্যবস্থাপক সামনে এ কাজ না করার অঙ্গীকার করে মুচলেকা দিয়েছেন।

সর্বশেষ খবর