রামপাল উপজেলার কাস্টবাড়িয়া গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ফিরোজ ঢালী (৪০) নামের এক কর্মী নিহত হয়েছেন। তিনজন আহত হয়েছেন। বিকালে খুলনা মেডিকেলে ফিরোজের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। রামপাল থানার ওসি শামসুদ্দিন জানান, কাস্টবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ফিরোজ নামের একজন মারা গেছেন। এ খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তবে, পুলিশের এই কর্মকর্তা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক আটক ছয়জনের নাম-পরিচয় জানাতে পারেননি।