যানজটমুক্ত করতে ও চলাচলের সুবিধার্থে দুই লেনের সড়ক করা হয়েছে চার লেন। আর এ চার লেনের সড়কের তিন লেনই অটোরিকশা ও থ্রি হুইলারের দখলে থাকায় মানুষের জনভোগান্তি বেড়ে গেছে। প্রতিনিয়তই ভোগান্তিতে নাজেহাল হতে হচ্ছে ধনবাড়ীবাসীকে। এতে বিপাকে পড়েছে জরুরি সেবার গাড়ি, শিক্ষার্থী, কর্মজীবি ও ব্যবসায়ীরা। সড়কটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড। জনভোগান্তিতে চলাচলকারীরা এখন ক্ষুব্ধ। তবে, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ভোগান্তি নিরসনে কাজ করা হচ্ছে বলে জানায়। স্থানীয়রা জানান, যখন বাসস্ট্যান্ডটি দুই লেনের ছিল তখন কোনো যানজট ছিল না। কিন্তু সম্প্রতি বাসস্ট্যান্ডটি চলাচলের সুবিধার্থে ও যানজটমুক্ত রাখতে চার লেনে রূপান্তর করা হয়। কিন্তু চার লেন করাতেই বেড়ে গেছে ভোগান্তি। যানজট নিরসনেও নেওয়া হচ্ছে না পদক্ষেপ। সরেজমিনে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, এখানে নির্ধারিত কোনো বাস টার্মিনাল না থাকায় যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, রিকশা, অটো-রিকশা ও সিএনজিসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র রেখে চার লেনের সড়কটির তিন লেনই দখল করে রেখেছে। এতে করে সৃষ্টি হচ্ছে লম্বা যানজটের। এ সময় জরুরি সেবার গাড়ি, শিক্ষার্থী ও কর্মজীবীরা যানজটে পড়ে বিপাকে পড়ছে। রাস্তার দুপাশে ব্যবসায়ীদের দোকানগুলোর সামনে রাখা আছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। দোকানগুলোতে ঠিকভাবে আসতে পারছে না ক্রেতা। তেমন কোনো প্রশাসনিক ও পুলিশি তৎপরতা না থাকায় বেপরোয়া গতিতেই চলছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা। যেখানে-সেখানে থামানো হচ্ছে অটো-রিকশা ও সিএনজি। স্কুল শিক্ষার্থী কেয়া আক্তার ও মো. রহিম মিয়া বলেন, ‘বাসস্ট্যান্ড পার হয়ে আমাদের প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। কিন্তু যানজটের কারণে সময়মতো যেতে পারি না। গাড়িগুলো যেভাবে তেড়ে আসে অনেক ভয় লাগে। প্রশাসনের দৃষ্টি কামনা করি। বাংলাদেশ লাইব্রেরির স্বত্বাধিকারী মো. রুকনুজ্জামান রুবেল বলেন, ‘আমার দোকানের সামনে যেখানে-সেখানে বাস-ট্রাক রেখে দোকানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। লোভা-মুক্ত পেপার হাউজের মালিক মো. নূরুল ইসলাম বলেন, এভাবে গাড়ি রেখে আমাদের অনেক ক্ষতি করছে। আমরা এর প্রতিকার চাই। ধনবাড়ী পৌর সভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘যানজটমুক্ত করতে ও ভোগান্তি নিরসনে কাজ করা হচ্ছে। বাসস্ট্যান্ড এলাকায় অবাধে যানবহন না রাখার জন্য বলা হচ্ছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক জানান, ‘বিষয়টি মেয়র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস