রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

সচল হলো সেই স্লুইস গেট

রাজবাড়ী প্রতিনিধি

সচল হলো সেই স্লুইস গেট

গত ১২ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘স্লুইস গেটে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার কৃষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। গত সোমবার স্লুইস গেটের সব কপাট অস্থায়ীভাবে খুলে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। ফলে দ্রুত পানি প্রবাহ শুরু হতে থাকে। মাঠ থেকে পানি নেমে যাওয়ায় দ্রুত সেখানে পিঁয়াজসহ অন্যান্য ফসলের আবাদ শুরু করতে পারবেন বলে জানান এসব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক। গতকাল বালিয়াকান্দি উপজেলার রতনদিয়া বালুরঘাট স্লুইস গেটে গিয়ে দেখা যায়, গেটের পূর্ব দিকের প্রথম কপাট এবং তৃতীয় কপাটটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কয়েক বছর ধরে এ দুটি কপাট বন্ধ ছিল। সবগুলো কপাট খুলে দেওয়ায় দ্রুত পানি নামছে। রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস বলেন, কৃষকের কথা চিন্তা করে গেটগুলো সাময়িকভাবে সচল করেছি। দ্রুত সময়ের মধ্যে এগুলো স্থায়ীভাবে মেরামত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর