ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর গ্রামটি। এই গ্রামের সীমান্তবর্তী স্থানে প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত হয় একটি প্রাইমারি স্কুল। নাম দেওয়া হয় লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি। ২০১৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ওই স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। তখন প্রাথমিক শিক্ষা অধিদফতরের জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করে অবিলম্বে জাতীয়করণের সুপারিশ করেন। এখনো তা বাস্তবায়ন হয়নি। স্কুলের মাঠে পুরো বর্ষামৌসুম পানি জমে থাকে। বছরের অন্য সময়ও সামান্য বৃষ্টি হলেই মাঠে দেখা দেয় জলাবদ্ধতা। তখন শিশুরা খেলাধুলা-তো দূরে থাক, হেঁটেও চলাচল করতে পারে না। কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয় তাদের। পানিতে ভিজে অসুস্থ হয় অনেকে। নষ্ট হয় বই ও কাপড়। ফলে বৃষ্টির সময় দুশ্চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। রয়েছে শ্রেণি কক্ষের সংকট। এলাকাবাসীর দেওয়া টিনের চালার ঘরটিতে ছেলেমেয়েদের স্থান সংকুলান হয় না। লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রণয় কুমার মজুমদার জানান, টিনের চালার ঘরে তিন কক্ষে দুই শিফটে ক্লাস চলে। আরেকটা ছোট্ট কক্ষে তিনিসহ চারজন শিক্ষক গাদাগাদি করে বসেন। অফিস ঘর বলতেও ওই কক্ষটিই। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, তিনিসহ কয়েকজন ৩৬ শতক জমি দিয়ে এলাকার অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত ও মানসম্পন্ন শিক্ষাদান, বিভিন্ন আনুষ্ঠানিকতা, জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও খেলাধুলায় কৃতিত্ব দেখানো সত্ত্বেও দীর্ঘ দুই দশকেও স্কুলটি জাতীয়করণ হয়নি। এই প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠিত হয়েছে- এমন কিছু স্কুল জাতীয়করণের কথা জানিয়ে মজিবর রহমান বলেন, এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলসহ উপজেলার সাতটি বেসরকারি স্কুল জাতীয়করণের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তাদের জেলা অফিসও এ বিষয়ে অবগত আছে। জাতীয়করণের পরবর্তী কার্যক্রম শুরু হলে প্রথমভাগেই এই বিদ্যালয়টি সারকারিকরণ হবে বলে মনে করেন উপজেলা ইসরাইল হোসেন।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
বৃষ্টি হলেই জলাবদ্ধ স্কুলমাঠ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর