ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর গ্রামটি। এই গ্রামের সীমান্তবর্তী স্থানে প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত হয় একটি প্রাইমারি স্কুল। নাম দেওয়া হয় লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি। ২০১৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ওই স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। তখন প্রাথমিক শিক্ষা অধিদফতরের জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করে অবিলম্বে জাতীয়করণের সুপারিশ করেন। এখনো তা বাস্তবায়ন হয়নি। স্কুলের মাঠে পুরো বর্ষামৌসুম পানি জমে থাকে। বছরের অন্য সময়ও সামান্য বৃষ্টি হলেই মাঠে দেখা দেয় জলাবদ্ধতা। তখন শিশুরা খেলাধুলা-তো দূরে থাক, হেঁটেও চলাচল করতে পারে না। কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয় তাদের। পানিতে ভিজে অসুস্থ হয় অনেকে। নষ্ট হয় বই ও কাপড়। ফলে বৃষ্টির সময় দুশ্চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। রয়েছে শ্রেণি কক্ষের সংকট। এলাকাবাসীর দেওয়া টিনের চালার ঘরটিতে ছেলেমেয়েদের স্থান সংকুলান হয় না। লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রণয় কুমার মজুমদার জানান, টিনের চালার ঘরে তিন কক্ষে দুই শিফটে ক্লাস চলে। আরেকটা ছোট্ট কক্ষে তিনিসহ চারজন শিক্ষক গাদাগাদি করে বসেন। অফিস ঘর বলতেও ওই কক্ষটিই। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, তিনিসহ কয়েকজন ৩৬ শতক জমি দিয়ে এলাকার অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত ও মানসম্পন্ন শিক্ষাদান, বিভিন্ন আনুষ্ঠানিকতা, জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও খেলাধুলায় কৃতিত্ব দেখানো সত্ত্বেও দীর্ঘ দুই দশকেও স্কুলটি জাতীয়করণ হয়নি। এই প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠিত হয়েছে- এমন কিছু স্কুল জাতীয়করণের কথা জানিয়ে মজিবর রহমান বলেন, এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলসহ উপজেলার সাতটি বেসরকারি স্কুল জাতীয়করণের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তাদের জেলা অফিসও এ বিষয়ে অবগত আছে। জাতীয়করণের পরবর্তী কার্যক্রম শুরু হলে প্রথমভাগেই এই বিদ্যালয়টি সারকারিকরণ হবে বলে মনে করেন উপজেলা ইসরাইল হোসেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ