ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর গ্রামটি। এই গ্রামের সীমান্তবর্তী স্থানে প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত হয় একটি প্রাইমারি স্কুল। নাম দেওয়া হয় লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি। ২০১৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ওই স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। তখন প্রাথমিক শিক্ষা অধিদফতরের জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করে অবিলম্বে জাতীয়করণের সুপারিশ করেন। এখনো তা বাস্তবায়ন হয়নি। স্কুলের মাঠে পুরো বর্ষামৌসুম পানি জমে থাকে। বছরের অন্য সময়ও সামান্য বৃষ্টি হলেই মাঠে দেখা দেয় জলাবদ্ধতা। তখন শিশুরা খেলাধুলা-তো দূরে থাক, হেঁটেও চলাচল করতে পারে না। কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয় তাদের। পানিতে ভিজে অসুস্থ হয় অনেকে। নষ্ট হয় বই ও কাপড়। ফলে বৃষ্টির সময় দুশ্চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। রয়েছে শ্রেণি কক্ষের সংকট। এলাকাবাসীর দেওয়া টিনের চালার ঘরটিতে ছেলেমেয়েদের স্থান সংকুলান হয় না। লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রণয় কুমার মজুমদার জানান, টিনের চালার ঘরে তিন কক্ষে দুই শিফটে ক্লাস চলে। আরেকটা ছোট্ট কক্ষে তিনিসহ চারজন শিক্ষক গাদাগাদি করে বসেন। অফিস ঘর বলতেও ওই কক্ষটিই। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, তিনিসহ কয়েকজন ৩৬ শতক জমি দিয়ে এলাকার অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত ও মানসম্পন্ন শিক্ষাদান, বিভিন্ন আনুষ্ঠানিকতা, জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও খেলাধুলায় কৃতিত্ব দেখানো সত্ত্বেও দীর্ঘ দুই দশকেও স্কুলটি জাতীয়করণ হয়নি। এই প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠিত হয়েছে- এমন কিছু স্কুল জাতীয়করণের কথা জানিয়ে মজিবর রহমান বলেন, এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলসহ উপজেলার সাতটি বেসরকারি স্কুল জাতীয়করণের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তাদের জেলা অফিসও এ বিষয়ে অবগত আছে। জাতীয়করণের পরবর্তী কার্যক্রম শুরু হলে প্রথমভাগেই এই বিদ্যালয়টি সারকারিকরণ হবে বলে মনে করেন উপজেলা ইসরাইল হোসেন।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ