ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর গ্রামটি। এই গ্রামের সীমান্তবর্তী স্থানে প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত হয় একটি প্রাইমারি স্কুল। নাম দেওয়া হয় লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি। ২০১৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ওই স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। তখন প্রাথমিক শিক্ষা অধিদফতরের জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করে অবিলম্বে জাতীয়করণের সুপারিশ করেন। এখনো তা বাস্তবায়ন হয়নি। স্কুলের মাঠে পুরো বর্ষামৌসুম পানি জমে থাকে। বছরের অন্য সময়ও সামান্য বৃষ্টি হলেই মাঠে দেখা দেয় জলাবদ্ধতা। তখন শিশুরা খেলাধুলা-তো দূরে থাক, হেঁটেও চলাচল করতে পারে না। কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয় তাদের। পানিতে ভিজে অসুস্থ হয় অনেকে। নষ্ট হয় বই ও কাপড়। ফলে বৃষ্টির সময় দুশ্চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। রয়েছে শ্রেণি কক্ষের সংকট। এলাকাবাসীর দেওয়া টিনের চালার ঘরটিতে ছেলেমেয়েদের স্থান সংকুলান হয় না। লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রণয় কুমার মজুমদার জানান, টিনের চালার ঘরে তিন কক্ষে দুই শিফটে ক্লাস চলে। আরেকটা ছোট্ট কক্ষে তিনিসহ চারজন শিক্ষক গাদাগাদি করে বসেন। অফিস ঘর বলতেও ওই কক্ষটিই। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, তিনিসহ কয়েকজন ৩৬ শতক জমি দিয়ে এলাকার অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত ও মানসম্পন্ন শিক্ষাদান, বিভিন্ন আনুষ্ঠানিকতা, জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও খেলাধুলায় কৃতিত্ব দেখানো সত্ত্বেও দীর্ঘ দুই দশকেও স্কুলটি জাতীয়করণ হয়নি। এই প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠিত হয়েছে- এমন কিছু স্কুল জাতীয়করণের কথা জানিয়ে মজিবর রহমান বলেন, এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলসহ উপজেলার সাতটি বেসরকারি স্কুল জাতীয়করণের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তাদের জেলা অফিসও এ বিষয়ে অবগত আছে। জাতীয়করণের পরবর্তী কার্যক্রম শুরু হলে প্রথমভাগেই এই বিদ্যালয়টি সারকারিকরণ হবে বলে মনে করেন উপজেলা ইসরাইল হোসেন।
শিরোনাম
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কিডনি বিকলে প্রয়াত অভিনেতা সতীশ শাহ
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
- ভালুকায় বিএনপির আনন্দ মিছিল
- ফেসবুক পোস্টে বিচ্ছেদের গুঞ্জন, পূর্ণিমা জানালেন সত্যিটা কী
- এনভিডিয়া-অ্যাপলকে ছাড়িয়ে গেল অনলিফ্যানস
- মানুষ এবার ভোট দিতে পারবে: ইলিয়াসপত্নী লুনা
- ‘খেলাধুলা জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে’
- রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান
- আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ
- জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাস্তবতার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি : প্রধান বিচারপতি
- এই অর্জন পুরো বাংলাদেশের: সংবর্ধনায় রাষ্ট্রদূত তালহা
- টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
- চিড়িয়াখানার প্রাণিগুলোর যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
- প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে দিতে হবে কাশি, বারবার কাশতে গিয়ে ধরা পড়লেন পরীক্ষার্থী
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ২৫০৯ মামলা
- দিনাজপুরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতা সমিতির নির্বাচন সম্পন্ন
- ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার : জরিপ
- ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর
বৃষ্টি হলেই জলাবদ্ধ স্কুলমাঠ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর