ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর গ্রামটি। এই গ্রামের সীমান্তবর্তী স্থানে প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত হয় একটি প্রাইমারি স্কুল। নাম দেওয়া হয় লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি। ২০১৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ওই স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। তখন প্রাথমিক শিক্ষা অধিদফতরের জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করে অবিলম্বে জাতীয়করণের সুপারিশ করেন। এখনো তা বাস্তবায়ন হয়নি। স্কুলের মাঠে পুরো বর্ষামৌসুম পানি জমে থাকে। বছরের অন্য সময়ও সামান্য বৃষ্টি হলেই মাঠে দেখা দেয় জলাবদ্ধতা। তখন শিশুরা খেলাধুলা-তো দূরে থাক, হেঁটেও চলাচল করতে পারে না। কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয় তাদের। পানিতে ভিজে অসুস্থ হয় অনেকে। নষ্ট হয় বই ও কাপড়। ফলে বৃষ্টির সময় দুশ্চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। রয়েছে শ্রেণি কক্ষের সংকট। এলাকাবাসীর দেওয়া টিনের চালার ঘরটিতে ছেলেমেয়েদের স্থান সংকুলান হয় না। লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রণয় কুমার মজুমদার জানান, টিনের চালার ঘরে তিন কক্ষে দুই শিফটে ক্লাস চলে। আরেকটা ছোট্ট কক্ষে তিনিসহ চারজন শিক্ষক গাদাগাদি করে বসেন। অফিস ঘর বলতেও ওই কক্ষটিই। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, তিনিসহ কয়েকজন ৩৬ শতক জমি দিয়ে এলাকার অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত ও মানসম্পন্ন শিক্ষাদান, বিভিন্ন আনুষ্ঠানিকতা, জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও খেলাধুলায় কৃতিত্ব দেখানো সত্ত্বেও দীর্ঘ দুই দশকেও স্কুলটি জাতীয়করণ হয়নি। এই প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠিত হয়েছে- এমন কিছু স্কুল জাতীয়করণের কথা জানিয়ে মজিবর রহমান বলেন, এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, লক্ষ্মীপুর সীমান্তবাজার প্রাইমারি স্কুলসহ উপজেলার সাতটি বেসরকারি স্কুল জাতীয়করণের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তাদের জেলা অফিসও এ বিষয়ে অবগত আছে। জাতীয়করণের পরবর্তী কার্যক্রম শুরু হলে প্রথমভাগেই এই বিদ্যালয়টি সারকারিকরণ হবে বলে মনে করেন উপজেলা ইসরাইল হোসেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বৃষ্টি হলেই জলাবদ্ধ স্কুলমাঠ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর