মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৩০ বছর পর ভোট দিলেন দুই গ্রামের মানুষ

শেরপুর প্রতিনিধি

শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে ডাকড়াপাড়া ও চরহাবর গ্রাম নিয়ে ৭ নম্বর ওয়ার্ড। ওই দুই গ্রামের মানুষের ভোট কেন্দ্র ডাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রাম দুটি বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা। সন্ত্রাসী হামলা, হুমকি-ধমকি, মারামারি ও নির্বাচন-পরবর্তী হয়রানির কারণে ৩০ বছর ধরে ভোট দিতে পারেন না ওই এলাকার ভোটাররা। এ-সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এলে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বিশেষ গুরুত্ব দেয়। ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে সরেজমিনে আসেন ঊর্ধ্বতনরা। স্থানীয়রা ভোট দেওয়ার দাবিতে সেদিন মানববন্ধন ও সুবিধাজনক স্থানে ভোট কেন্দ্র দেওয়ার দাবি জানান। কমিশনের পক্ষ থেকে স্থানীয়দের আশ্বস্ত করা হয়। চতুর্থ দফা ইউপি নির্বাচনে রবিবার ভেলুয়া ইউপিতে ভোট হয়। এদিন ওই কেন্দ্র ঘিরে প্রশাসনের নজর ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের তিন দিন আগে থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রশাসন। নির্ভয়ে সবাইকে কেন্দ্রে আসতে চালানো হয় প্রচার। বসানো হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। প্রশাসনের এমন তৎপরতায় ওই অঞ্চলের মানুষ অবশেষে ভোট দিতে পেরে খুশি। শতকরা ৯০ ভাগ ভোট পড়ে ওই কেন্দ্রে।

সর্বশেষ খবর