শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আন্তধর্মীয় শান্তি সম্মেলন

বান্দরবান প্রতিনিধি

শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মগুরুদের নিয়ে গতকাল বান্দরবানে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়ন। বান্দরবান রিজিয়ন কমান্ডার এবং ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক সকালে সম্মেলনের উদ্বোধন করেন।

 তিনি বলেন, ‘এই বাংলাদেশ আমার আপনার। এই পার্বত্য চট্টগ্রামও আমার আপনার সবার। কাজেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তি ও সমৃদ্ধির অঞ্চল গড়ে তোলা আমাদেরই দায়িত্ব।’

অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল শফিউল আজম পারভেজ, ডিজিএফআই বান্দরবান ডেট কমান্ডার লে. কর্নেল নাদির হোসেন চৌধুরী, বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হক প্রমুখ। শান্তি সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মগুরু এবং ধর্মীয় প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর