আশুলিয়ার একটি পোশাক কারখানার ভিতরে নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ধর্ষণের ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় ভুক্তভোগী ওই নারী মামলা করেন। গ্রেফতার জাহাঙ্গীর আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা। এদিকে, ধর্ষণের ঘটনায় গতকালও থেকে শ্রমিকরা কারখানার ভিতরে কর্মবিরতি পালন করেছেন। আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই শ্রমিককে কারখানার ভিতরে ঘুমের ইনজেকশন পুশ করে তিন-চারজন মিলে গণধর্ষণ করে।