শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জরাজীর্ণ কক্ষে ঝুঁঁকি নিয়ে পাঠদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

জরাজীর্ণ কক্ষে ঝুঁঁকি নিয়ে পাঠদান

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও এর দুটি কক্ষে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শিক্ষার্থীরা বলছে, বৃষ্টি হলে ঘরের টিনের চাল দিয়ে পানি পড়ে বই-খাতা ও স্কুল ড্রেস ভিজে যায়। মাঝে মাঝে দেয়ালের পলেস্তারা খুলে পড়ে। সরেজমিনে গিয়ে জানা যায়, স্বাধীনতার পর স্থানীয় একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়েছিল। ওই ঘরটিতেই দীর্ঘদিন স্বল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস হতো। ২০০৪-০৫ অর্থ বছরে শিক্ষা অধিদফতর থেকে একটি দুই কক্ষের একতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে স্কুলটিতে ২৫০ শতাধিক শিক্ষার্থী থাকায় টিনশেডের পুরনো ভবনটিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে টিনশেডের পুরনো ভবনটি সংস্কারের অভাবে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। মরিচা পড়ে টিনের চালায় বড় বড় ফুটো হয়েছে। বৃষ্টি হলে চাল দিয়ে টপটপ করে পানি পড়ে। দেয়ালের পলেস্তারা খুলে পড়ছে। মেঝের সলিং নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্তের। প্রধান শিক্ষক শাহাদত হোসেন মল্লিক বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ করে সেখানে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদফতরে একাধিকবার আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদফতরে তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকায় সড়াতৈল প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে।

সর্বশেষ খবর