রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আওয়ামী লীগ এখন আস্থার প্রতীক : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশ ও মানুষের সেবা করে যাচ্ছে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন কর্মকা- চলমান রয়েছে তা অতীতে কেউ করে দেখাতে পারেনি। এ কারণেই আওয়ামী লীগ এখন দেশের মানুষের কাছে আস্থার প্রতীক। বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে মানুষ। তিনি বলেন, অতীতে যারা মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে দুর্নীতির মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বন্ধ করে দিয়েছিল মানুষ তাদের আঁস্তাকুড়ে ছুড়ে ফেলছে। এখান থেকেই রাজনীতিবিদদের শিক্ষা নিয়ে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে হবে। গতকাল বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

-জামালপুর প্রতিনিধি

 

ট্রেনে কাটা পড়লেন শ্যালক-দুলাভাই

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই। গত রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতী পৌর এলাকার সাসুটিয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। নিহতদের স্বজন আবদুল জলিল বলেন, মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শ্যালক ও দুলাভাই। উপজেলার হাতিয়ায় মাসুমের বোনের বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান বলেন, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।    

-টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর