শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকার খলচান্দার সেতুটি দুই বছর আগে ভেঙে যায়। ভেঙে যাওয়া সেতু দিয়ে চলাচলের ভোগান্তিতে পড়েছে পোড়াগাঁও ইউনিয়নসহ আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিভৃতপল্লী খলচান্দা গ্রাম ও পাশর্^বর্তী আন্ধারুপাড়া, বুরুঙ্গা ও বারমারী এলাকায় লোকজনের যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন সেতুটি নির্মাণ করে দেয়। দীর্ঘদিন ওইসব এলাকার মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারলেও ২০২০ সালে বালুবোঝাই একটি ট্রাক খলচান্দার সেতু দিয়ে আসার সময় দেবে যায়। দেবে যাওয়া সেতুটি সংস্কারের অভাবে ভেঙে আরও বেহাল হতে থাকে। এরপর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি সংস্কার না করায় কৃষি পণ্য বাজারে আনা-নেওয়াসহ কোনো অসুস্থ রোগী হঠাৎ হাসপাতালে চিকিৎসা করাতে নিতেও ভোগান্তি পোহাতে হয়। পার হওয়া যায় না কোনো অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের আগুন নেভানোর গাড়িও। বর্তমানে এ সেতু দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল তো দূরের কথা, ভ্যান-রিকশা পর্যন্ত চলতে পারছে না। খলচান্দা গ্রামের পরিমল কোচ বলেন, এই সেতু দিয়ে ইউনিয়নের ৪-৬টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ার দুই বছর পরও এটি মেরামত না করায় চলাচলে অসুবিধা হচ্ছে। একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও ফোরকান আলী জানান, গ্রামের মানুষ যদি অসুস্থ হয় তবে কোলে করে সেতু পার হতে হয়। কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারে না। তাই এই পুরান সেতুটি ভেঙে নতুন একটি সেতু করার দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ভেঙে পড়া সেতু দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় আছে তা জানি না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে, যা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি তা বাস্তবায়ন হবে।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
ভাঙা সেতুতে ভোগান্তি
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর