শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকার খলচান্দার সেতুটি দুই বছর আগে ভেঙে যায়। ভেঙে যাওয়া সেতু দিয়ে চলাচলের ভোগান্তিতে পড়েছে পোড়াগাঁও ইউনিয়নসহ আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিভৃতপল্লী খলচান্দা গ্রাম ও পাশর্^বর্তী আন্ধারুপাড়া, বুরুঙ্গা ও বারমারী এলাকায় লোকজনের যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন সেতুটি নির্মাণ করে দেয়। দীর্ঘদিন ওইসব এলাকার মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারলেও ২০২০ সালে বালুবোঝাই একটি ট্রাক খলচান্দার সেতু দিয়ে আসার সময় দেবে যায়। দেবে যাওয়া সেতুটি সংস্কারের অভাবে ভেঙে আরও বেহাল হতে থাকে। এরপর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি সংস্কার না করায় কৃষি পণ্য বাজারে আনা-নেওয়াসহ কোনো অসুস্থ রোগী হঠাৎ হাসপাতালে চিকিৎসা করাতে নিতেও ভোগান্তি পোহাতে হয়। পার হওয়া যায় না কোনো অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের আগুন নেভানোর গাড়িও। বর্তমানে এ সেতু দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল তো দূরের কথা, ভ্যান-রিকশা পর্যন্ত চলতে পারছে না। খলচান্দা গ্রামের পরিমল কোচ বলেন, এই সেতু দিয়ে ইউনিয়নের ৪-৬টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ার দুই বছর পরও এটি মেরামত না করায় চলাচলে অসুবিধা হচ্ছে। একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও ফোরকান আলী জানান, গ্রামের মানুষ যদি অসুস্থ হয় তবে কোলে করে সেতু পার হতে হয়। কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারে না। তাই এই পুরান সেতুটি ভেঙে নতুন একটি সেতু করার দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ভেঙে পড়া সেতু দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় আছে তা জানি না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে, যা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি তা বাস্তবায়ন হবে।
শিরোনাম
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
- দুবলার চরে শুরু শুটকি মৌসুম, সাগরে নামছেন ১০ হাজার জেলে
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭২৬
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
- দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও শি জিন পিং
- ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসের তীব্র নিন্দা বাংলাদেশের
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
- নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’