কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড়ে অবস্থিত আদর্শ সদর উপজেলার একটি ইউনিয়ন পাঁচথুবী। এই ইউনিয়নে ১৩০০ বছরের তিনটি পুরাকীর্তির সন্ধান মিলেছে। এগুলো হলো- পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে মোহন্তরাজার বাড়ি তথা মোহন্তের মুড়া, শরীফপুরে বৈষ্ণবরাজার বাড়ি তথা বৈষ্ণবমুড়া ও বসন্তপুর গ্রামে বসন্তপুরের বসন্ত রাজার বাড়ি। অভিযোগ রয়েছে, পুরাকীর্তিগুলো কেটে ধ্বংস করা হচ্ছে। এখান থেকে মাটি ও ইট নিয়ে ঘরের কাজে ব্যবহার করা হচ্ছে। কোথাও পুরাকীর্তি ইট নিয়ে করা হচ্ছে গোয়ালঘরের ফ্লোর। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীফপুরের বৈষ্ণবরাজার বাড়ি তথা বৈষ্ণবমুড়া ও বসন্তপুর গ্রামে বসন্তপুরের বসন্ত রাজার বাড়ি। সরেজমিন গিয়ে দেখা যায়, মোহন্তের মুড়ার পাশের এলাকা দখল হয়ে যাচ্ছে। বৈষ্ণবমুড়ার মাটি ও ইট নিয়ে গরুঘরে ফ্লোর করা হচ্ছে। বসন্ত রাজার বাড়িতে এখন কবরস্থান। সেখানের ইট তুলে নিয়ে অনেকে বাড়ির কাজে লাগাচ্ছেন। সূত্রমতে, কুমিল্লা শালবন বিহার থেকে প্রায় ১৫ কিলোমিটার ও নগরী থেকে চার কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন। পাঁচটি বৌদ্ধ স্তূপ থাকায় এই এলাকার নাম হয় পাঁচথুবী। দীর্ঘদিন স্তূপগুলো অযত্ন-অবহেলায় বিনষ্ট হচ্ছে। স্তূপগুলোর তিনটি শনাক্ত করা হয়েছে। বাকি দুটি এখনো আবিষ্কার হয়নি। ইতিহাস গবেষক শান্তিরঞ্জন ভৌমিক বলেন, বিনষ্ট হচ্ছে ১৩০০-১৫০০ বছরের প্রাচীন এই সভ্যতা। এই পুরাকীর্তি রক্ষা খুবই জরুরি। এগুলো সংরক্ষণ করে সরকার রাজস্ব আয় বাড়াতে পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান বলেন, আমরা পরিদর্শনে গিয়ে তিনটি পুরাকীর্তি দেখেছি। সেগুলোর মাটি কেটে নিচ্ছেন অনেকে। এগুলো দ্রুত সংরক্ষণ না করলে তা হারিয়ে যাবে। প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, পুরাকীর্তিগুলো আমরা পরিদর্শন করেছি। অনেক প্রাচীন পুরাকীর্তি এগুলো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি সেখানে শিগগিরই কিছু কাজ করতে পারব।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
অযত্নে ধ্বংস হচ্ছে তিন পুরাকীর্তি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর