কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড়ে অবস্থিত আদর্শ সদর উপজেলার একটি ইউনিয়ন পাঁচথুবী। এই ইউনিয়নে ১৩০০ বছরের তিনটি পুরাকীর্তির সন্ধান মিলেছে। এগুলো হলো- পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে মোহন্তরাজার বাড়ি তথা মোহন্তের মুড়া, শরীফপুরে বৈষ্ণবরাজার বাড়ি তথা বৈষ্ণবমুড়া ও বসন্তপুর গ্রামে বসন্তপুরের বসন্ত রাজার বাড়ি। অভিযোগ রয়েছে, পুরাকীর্তিগুলো কেটে ধ্বংস করা হচ্ছে। এখান থেকে মাটি ও ইট নিয়ে ঘরের কাজে ব্যবহার করা হচ্ছে। কোথাও পুরাকীর্তি ইট নিয়ে করা হচ্ছে গোয়ালঘরের ফ্লোর। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীফপুরের বৈষ্ণবরাজার বাড়ি তথা বৈষ্ণবমুড়া ও বসন্তপুর গ্রামে বসন্তপুরের বসন্ত রাজার বাড়ি। সরেজমিন গিয়ে দেখা যায়, মোহন্তের মুড়ার পাশের এলাকা দখল হয়ে যাচ্ছে। বৈষ্ণবমুড়ার মাটি ও ইট নিয়ে গরুঘরে ফ্লোর করা হচ্ছে। বসন্ত রাজার বাড়িতে এখন কবরস্থান। সেখানের ইট তুলে নিয়ে অনেকে বাড়ির কাজে লাগাচ্ছেন। সূত্রমতে, কুমিল্লা শালবন বিহার থেকে প্রায় ১৫ কিলোমিটার ও নগরী থেকে চার কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন। পাঁচটি বৌদ্ধ স্তূপ থাকায় এই এলাকার নাম হয় পাঁচথুবী। দীর্ঘদিন স্তূপগুলো অযত্ন-অবহেলায় বিনষ্ট হচ্ছে। স্তূপগুলোর তিনটি শনাক্ত করা হয়েছে। বাকি দুটি এখনো আবিষ্কার হয়নি। ইতিহাস গবেষক শান্তিরঞ্জন ভৌমিক বলেন, বিনষ্ট হচ্ছে ১৩০০-১৫০০ বছরের প্রাচীন এই সভ্যতা। এই পুরাকীর্তি রক্ষা খুবই জরুরি। এগুলো সংরক্ষণ করে সরকার রাজস্ব আয় বাড়াতে পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান বলেন, আমরা পরিদর্শনে গিয়ে তিনটি পুরাকীর্তি দেখেছি। সেগুলোর মাটি কেটে নিচ্ছেন অনেকে। এগুলো দ্রুত সংরক্ষণ না করলে তা হারিয়ে যাবে। প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, পুরাকীর্তিগুলো আমরা পরিদর্শন করেছি। অনেক প্রাচীন পুরাকীর্তি এগুলো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি সেখানে শিগগিরই কিছু কাজ করতে পারব।
শিরোনাম
- নেত্রকোনায় প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
- টাঙ্গাইলে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
- ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
অযত্নে ধ্বংস হচ্ছে তিন পুরাকীর্তি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর