নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের (পুরাতন থানা) এলাকায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের জমিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য চার রুম বিশিষ্ট ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার উপস্থিত ছিলেন।
, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জেবাহুর রহমান উপস্থিত ছিলেন।
, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে প্রথম পর্যায়ে প্রতিটি বাড়ি ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে উপজেলায় মোট ১০টি বাড়ি নির্মাণ করা হবে।