বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভূরুঙ্গামারী সীমান্তে বাঘ আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারি সীমান্তে বাঘ আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। গত কয়েক দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে বাঘ দেখে ওই সীমান্তে মানুষের মাঝে মারাত্মক আতঙ্ক বিরাজ করছে। এ কারণে তাদের অনেকেই লাঠিসোঁটা হাতে নিয়ে রাত জেগে নিজ বাড়ি ও স্বজনকে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। জানা গেছে, গত তিন দিন আগে দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারি সীমান্তের বাসিন্দা কফিল উদ্দিন ও তার পরিবার রাতের আঁধারে তাদের বাড়ির গেটে দুটি বাঘ দেখতে পান। পরে বিষয়টি তারা এলাকাবাসীকে জানালে পুরো এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী কফিল উদ্দিন জানান, গত রবিবার গভীর রাতে বাঘের ডোকরানি শব্দ শুনতে পান আমার স্ত্রী।

পরে আমাকে ঘুম থেকে ডেকে তোলার পর দুজনে জানালা খুলে বাড়ির গেটে দুটি বাঘ দেখতে পাই। এরপর ঘর থেকে বের হওয়ার সাহস পাইনি। এলাকাবাসী বিশ্বাস না করলেও আবার গত শনিবার বিকালে একটি বাঁশঝাড়ে বাঘ দুটিকে অনেকেই দেখতে পান। এরপর থেকে লাঠিসোঁটা হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। স্থানীয় মাদরাসাশিক্ষক আনোয়ার হোসেন বলেন, গত শনিবার মাগরিবের পর ডোরাকাটা চিতাবাঘের মতো দুটি বাঘ দেখেছি। তবে তা চিতাবাঘ না বড় বাঘ তা বুঝিনি। সীমান্তে বাংলাদেশি বিজিবির বিওপি কমান্ডার শামছুর রহমান বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রাত থেকে ওই সীমান্তে টহল বাড়ানো হয়েছে। পাহারা দেওয়া হচ্ছে। লোকজন যাতে ভয় না পায়, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি। এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা বন বিভাগের কর্মকর্তা নবির উদ্দিন বলেন, আমি বাঘের বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তাদের কথা অনুযায়ী প্রাণী দুটি বাঘ কিনা তা এখনো নিশ্চিত নয়।

সর্বশেষ খবর