শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মৌমাছির দখলে পরিত্যক্ত ব্রিজ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

মৌমাছির দখলে পরিত্যক্ত ব্রিজ

ব্রিজের দুই পাশে ঝুলছে এক ডজন মৌচাক। চাকঘিরে ভন ভন করে উড়ছে মৌমাছি। ২০ বছর ধরে এখানে প্রায় সারা বছরই মৌচাক দেখা যায়। কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার দৃশ্য এটি। উপজেলার মেটংঘর-শ্রীকাইল সড়কের ঘোড়াশালে পরিত্যক্ত ব্রিজ দখলে নিয়েছে মৌমাছি। সরেজমিনে দেখা যায়, ঘোড়াশাল এলাকায় খালের ওপর একটি বেইলি ব্রিজ। এর ওপর দিয়ে যানবাহন চলাচল করে। ব্রিজটির উত্তর পাশে আরেকটি পাকা ব্রিজ। সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে। পরিত্যক্ত ওই ব্রিজের এক পাশে সড়ক অন্য পাশে বিশাল মাঠ। সড়কের পাশে ঝুলছে কয়েকটি মৌচাক। মাঠের পাশেও কিছু মৌচাক রয়েছে। মৌচাক পেছনে রেখে ছবি ও সেলফি তুলতছেন কেউ কেউ। স্থানীয় আকবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ বলেন, স্থানীয়রা এখান থেকে মধু সংগ্রহ করেন। মানুষ মৌমাছিকে উত্ত্যক্ত করে না। কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান বলেন, ব্রিজের পাশে মাঠে বিভিন্ন ফসল রয়েছে। এগুলো থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। এরা (মৌমাছি) যেখানে নিরাপত্তা ও খাবার পায় সেখানে অবস্থান নেয়।

সর্বশেষ খবর