বগুড়া সদর থানার অভিযানে ১৭টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি যুবদল নেতা জনি মোল্লা (৩২)কে গ্রেফতার করা হয়েছে। জনি জেলা সদরের মালতিনগর দক্ষিণপাড়ার টুকু মোল্লার ছেলে। সদর থানার এস আই জাকির আল আহসান জানান, গত সোমবার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহিনের নেতৃত্বে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জনি প্রায় ৭ বছর ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতার মামলা রয়েছে। সে ওখানে প্যান্টের ব্যবসা করছিল। সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।