কুমিল্লার ঈদবাজারে পণ্যের প্রাইজ ট্যাগের ওপর দাম বাড়িয়ে নতুন ট্যাগ লাগিয়ে প্রতারণার দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। সূত্রমতে, নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে নগরীর কান্দিরপাড়ে বাটা জুতার শোরুমকে ২০ হাজার টাকা, মনোহরপুরে এপেক্সের ডিলার তাহিরা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং আমানাত শাহ কোম্পানির লুঙ্গি ৭১০ টাকার স্থলে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থলে ৬১০ টাকা বিক্রির দায়ে মনোহরপুরে কমলা গার্মেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।