শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চাঁপাইয়ে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ও বালু দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে দেড় কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসের হাট হতে কানসাট ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। কিন্তু ১ নম্বরের পরিবর্তে ৩ নম্বর ইটের ময়লাযুক্ত খুয়া ও নিম্নমানের বালু দিয়ে কাজ করা হচ্ছে। এ ছাড়াও বালুগুলো না ভিজিয়েই দায়সারাভাবে কাজ করাচ্ছেন ঠিকাদার মো. তফিকুল ইসলাম। তবে কাজ তদারকির দায়িত্বে অফিসের কোনো লোকজন কর্মস্থলে না থাকায় এই অনিয়ম সহজেই করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একটি সূত্র জানায়, মোটা বালুর সঙ্গে ১ নম্বর ইটের খোয়া দিয়ে এবং বালু ভিজিয়ে এই সড়ক সংস্কার কাজ করার কথা। কিন্তু ২ ও ৩ নম্বর ইটের খোয়া ও নিম্নমানের ভরাট বালু দিয়ে বালু না ভিজিয়েই রোলিংয়ের কাজ তড়িঘড়ি করে করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার কতিপয় মাস্তান প্রকৃতির কয়েকজনকে ম্যানেজ করে নিম্নমানের কাজ করছে। এলাকাবাসীর কোনো মতামতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। তারা আরও জানান, ঠিকাদারের নিজস্ব ইটভাটা থাকায় ভাটার অকেজো ইটগুলো রাস্তার কাজে ব্যবহার করছেন এবং বালু ও খোয়ার পরিমাণও কমবেশি করা হচ্ছে। সূত্রমতে, ঠিকাদার মো. তফিকুল ইসলাম লেস দিয়ে রাস্তার কাজ করছেন। এ ব্যাপারে ঠিকাদার মো. তফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সঠিক নিয়মে এবং ১ নম্বর নির্মাণ সামগ্রী দিয়েই কাজ করছেন বলে দাবি করেন। এদিকে উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ সঠিক নিয়মেই হচ্ছে। তবে বালু ভিজানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

শতভাগ সঠিক নিয়মে কাজ আদায় করা হবে।

সর্বশেষ খবর