রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

ওরা এখন সাইকেলে চেপে স্কুলে যাবে

দিনাজপুর প্রতিনিধি

ওরা এখন সাইকেলে চেপে স্কুলে যাবে

স্কুল থেকে বাড়ি অনেক দূরে। তাই হেঁটে স্কুলে যেতে কষ্ট হয় এবং এ কারণে স্কুলও যাওয়া অনেক সময় দেরি হতো, আবার যাওয়াও হতো না। আর স্কুলে যাওয়ার জন্য সাইকেল কেনার সামর্থ্য নেই। স্বপ্ন ছিল সাইকেল কিনব, স্কুলে যাব। কিন্তু বাবার দরিদ্রতা দেখে বলতে পারতাম না। তবে এখন আমি সাইকেলেই স্কুলে যাব। আমি আমার স্বপ্নের সাইকেল পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইকেল উপহার দিয়েছেন। সাইকেল পেয়ে অনেকে উচ্ছ্বসিত কণ্ঠে তাদের অভিমত এভাবেই ব্যক্ত করছিলেন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। গতকাল কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, এ দেশের নাগরিক সবাই এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই পশ্চাৎপদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জিত হবে না। আওয়ামী লীগ সরকারে আসার পরে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সন্তানরা এখন পড়াশোনায়ও এগিয়ে আসছে।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।

সর্বশেষ খবর