সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর প্রাণহানি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব ইসলাম (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ মৃত্যুর ঘটনা ঘটে। নীরব বোনারপাড়া গ্রামের ভ্যানচালক জহুরুল ইসলামের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন নীরবের চাচা আব্দুর রাজ্জাক। ঘটনার পর প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন। তবে ঘটনা সম্পর্কে স্থানীয়দের দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক আব্দুল বাকী কিছ ুদিন থেকে স্কুল মাঠে শিক্ষার্থীদের খেলতে নিষেধ করে আসছিলেন। খেলা বন্ধ করতে স্কুলের পিয়ন নিলু মিয়া প্রধান শিক্ষকের নির্দেশে স্কুল ভবনের বারান্দার চাল ও মাঠের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রাখেন। টিনের চালের তারে জড়িয়েই নীরবের মৃত্যু হয়েছে। তবে লুৎফর ও কাসেম উদ্দিন নামের স্থানীয় বাসিন্দা জানান, বারান্দার টিনের চালের নিচ দিয়ে স্কুল গেটের বৈদ্যুতিক বাল্বের তার নিয়ে যাওয়া হয়েছে। সেই তারে কয়েক জায়গায় বেশ কিছু দিন থেকেই লিক ছিল। যা দিয়ে টিন বিদ্যুতায়িত হয়। খেলতে গিয়ে বল টিনের চালে পড়লে সেই বল আনতে গিয়ে নীরব বিদ্যুৎস্পৃষ্ট হয়। মাস খানেক আগেও এক শিক্ষার্থী  সে কারণে বৈদ্যুতিক শক লেগে আহত হয়েছিল।

কিন্তু স্কুল কর্র্তৃপক্ষ তা সারানোর কোনো ব্যবস্থা নেয়নি। নিহত নীরবের বাবা জহুরুল বলেন, স্কুলের স্যারদের কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এদিকে এ ঘটনার পর প্রধান শিক্ষক আব্দুল বাকীকে এলাকায় পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ আছে। সাঘাটা থানার ওসি মতিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সর্বশেষ খবর