বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, ‘বাংলাদেশে সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফেরাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নীতিমালা প্রণয়ন করছেন। সে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সোনা ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে বাজুস সভাপতি ও শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাত ধরেই সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।’ পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে গতকাল বাজুস পটুয়াখালী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিলীপ কুমার বলেন, ‘সারা বাংলাদেশের সোনা ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। সায়েম সোবহান আনভীর সংগঠনের নেতৃত্বে আসতে চাননি। আমরা আমাদের তাগিদে তাঁকে সভাপতি পদে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আনভীর সাহেবের নেতৃত্বে দেশের সোনা ব্যবসা একদিন গার্মেন্ট শিল্পের চেয়েও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।’ বাজুস পটুয়াখালী শাখার সভাপতি বিপুলকান্তি দাসের সভাপতিত্বে ও সদস্য অভিলাষ কর্মকারের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও সদস্যসচিব জয়নাল আবেদীন খোকন, বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপুনুল হাসান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য পবিত্র ঘোষ। আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সুবল কর্মকারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। মতবিনিময় সভায় পটুয়াখালীর সকল পর্যায়ের সোনা ব্যবসায়ী অংশ নেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। পরে বাজুসের কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করেন জেলার সোনা ব্যবসায়ীরা।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব