বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, ‘বাংলাদেশে সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফেরাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নীতিমালা প্রণয়ন করছেন। সে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সোনা ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে বাজুস সভাপতি ও শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাত ধরেই সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।’ পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে গতকাল বাজুস পটুয়াখালী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিলীপ কুমার বলেন, ‘সারা বাংলাদেশের সোনা ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। সায়েম সোবহান আনভীর সংগঠনের নেতৃত্বে আসতে চাননি। আমরা আমাদের তাগিদে তাঁকে সভাপতি পদে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আনভীর সাহেবের নেতৃত্বে দেশের সোনা ব্যবসা একদিন গার্মেন্ট শিল্পের চেয়েও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।’ বাজুস পটুয়াখালী শাখার সভাপতি বিপুলকান্তি দাসের সভাপতিত্বে ও সদস্য অভিলাষ কর্মকারের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও সদস্যসচিব জয়নাল আবেদীন খোকন, বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপুনুল হাসান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য পবিত্র ঘোষ। আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সুবল কর্মকারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। মতবিনিময় সভায় পটুয়াখালীর সকল পর্যায়ের সোনা ব্যবসায়ী অংশ নেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। পরে বাজুসের কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করেন জেলার সোনা ব্যবসায়ীরা।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
বাজুস সভাপতির হাত ধরেই সোনা ব্যবসায় আসবে স্বর্ণযুগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর