মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

বাজুস সভাপতির হাত ধরেই সোনা ব্যবসায় আসবে স্বর্ণযুগ

পটুয়াখালী প্রতিনিধি

বাজুস সভাপতির হাত ধরেই সোনা ব্যবসায় আসবে স্বর্ণযুগ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, ‘বাংলাদেশে সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফেরাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নীতিমালা প্রণয়ন করছেন। সে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সোনা ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে বাজুস সভাপতি ও শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাত ধরেই সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।’ পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে গতকাল বাজুস পটুয়াখালী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিলীপ কুমার বলেন, ‘সারা বাংলাদেশের সোনা ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। সায়েম সোবহান আনভীর সংগঠনের নেতৃত্বে আসতে চাননি। আমরা আমাদের তাগিদে তাঁকে সভাপতি পদে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আনভীর সাহেবের নেতৃত্বে দেশের সোনা ব্যবসা একদিন গার্মেন্ট শিল্পের চেয়েও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।’ বাজুস পটুয়াখালী শাখার সভাপতি বিপুলকান্তি দাসের সভাপতিত্বে ও সদস্য অভিলাষ কর্মকারের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও সদস্যসচিব জয়নাল আবেদীন খোকন, বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপুনুল হাসান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য পবিত্র ঘোষ। আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সুবল কর্মকারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। মতবিনিময় সভায় পটুয়াখালীর সকল পর্যায়ের সোনা ব্যবসায়ী অংশ নেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। পরে বাজুসের কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করেন জেলার সোনা ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর