বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, ‘বাংলাদেশে সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফেরাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নীতিমালা প্রণয়ন করছেন। সে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সোনা ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে বাজুস সভাপতি ও শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাত ধরেই সোনা ব্যবসায় স্বর্ণযুগ ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।’ পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে গতকাল বাজুস পটুয়াখালী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিলীপ কুমার বলেন, ‘সারা বাংলাদেশের সোনা ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। সায়েম সোবহান আনভীর সংগঠনের নেতৃত্বে আসতে চাননি। আমরা আমাদের তাগিদে তাঁকে সভাপতি পদে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আনভীর সাহেবের নেতৃত্বে দেশের সোনা ব্যবসা একদিন গার্মেন্ট শিল্পের চেয়েও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।’ বাজুস পটুয়াখালী শাখার সভাপতি বিপুলকান্তি দাসের সভাপতিত্বে ও সদস্য অভিলাষ কর্মকারের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সহসম্পাদক ও সদস্যসচিব জয়নাল আবেদীন খোকন, বাজুস ল অ্যান্ড মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপুনুল হাসান, বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য পবিত্র ঘোষ। আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সুবল কর্মকারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। মতবিনিময় সভায় পটুয়াখালীর সকল পর্যায়ের সোনা ব্যবসায়ী অংশ নেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। পরে বাজুসের কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করেন জেলার সোনা ব্যবসায়ীরা।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ