শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে নিহত ৭

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে নিহত ৭

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ সাতজন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জ : বেলা সাড়ে ১১টার দিকে বিরেশ্বরপুর আনসার-ভিডিপি ক্লাবের সামনে রাস্তা পারাপারের সময় ট্রলিচাপায় হাসান আলী (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অপরদিকে দুপুর ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার নগরপাড়া গ্রামে ট্রাক্টরের ধাক্কায় মাবিয়া বেগম (৬০) নামে এক পথচারী নিহত হন। তিনি উপজেলার নগরপাড়া গ্রামের আবদুর রাকিবের স্ত্রী।

নাটোর : বুধবার রাতে লালপুর-ঈশ্বরদী সড়কের লালপুরের তিলকপুরে মোটরসাইকেল ও বাইসাইকেল অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত রাজন (৩০) উপজেলার কাজিপাড়া গ্রামের শফিকুলের ছেলে।

মুন্সীগঞ্জ : প্রবাসফেরত দুই ছেলেকে আনতে বিমানবন্দরে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় আম্বিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গুরুতর আহত হয়েছেন আরও সাত যাত্রী। গতকাল সকালে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম্বিয়া কুমিল্লার বুড়িচং এলাকার সুলতান আহমেদের স্ত্রী। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ : সকালে কালীগঞ্জ উপজেলার পাতিবিলা এলাকায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।

দিনাজপুর : দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে দুপুরে যাত্রীবাহী বাসচাপায় রমজান আলী (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বিকালে তারাবো পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন আরিফ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী। আরিফ শেরপুরের তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর