শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস না দিয়ে একটি কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সকালে বিক্ষোভ শেষে কারখানার সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের কাজ বন্ধের ষড়যন্ত্রমূলক নোটিস বাতিল করে উৎপাদন শুরু ও সাত কর্মদিবসের মধ্যে বকেয়া বেতন দিতে হবে। বেতন-ভাতা প্রদান ও কারখানা খুলে কাজের পরিবেশ সৃষ্টির আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গাজীপুর শিল্পপুলিশ-২-এর ওসি আবু মোকাদ্দেম আলী জানান, মালিকপক্ষ বিষয়টি সমাধানের জন্য বসবেন।

সর্বশেষ খবর