মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে দুই বন্ধুসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে দুই বন্ধুসহ নিহত ৮

দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু, বিমানবাহিনীর এক সার্জনসহ আটজন। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা : নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে বাসচালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। গতকাল সকালে সদর উপজেলার চল্লিশার নুরুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহ পরান বাসের চালক ময়মনসিংহের সবুজ মিয়া (৫০) ও সুপারভাইজার সুনামগঞ্জের সোহেল মিয়া (৩০)। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সকালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। তারা হলেন মির্জাপুর পৌর এলাকার ইয়াছিন হোসেন কানন (২৪) ও শহীদুল ইসলাম (২৫)। ইয়াছিন হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। ফরিদপুর : রবিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ধূলদি এলাকায় কাভার্ড ভ্যান দুর্ঘটনায় আবুল বাশার (৩৬) নামে বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাতরা গ্রামে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা কঙ্কন কুমার বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটি পেছন থেকে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আবুল বাশার মারা যান। নরসিংদী : পলাশের ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর সিএনজিচাপায় মাসুদ রানা (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাতে শহীদ ময়েজউদ্দিন সেতুসংলগ্ন টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর : নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। তিনি উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নোয়াখালী : চাটখিল উপজেলার বড়পোল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আবুল বাশার বসু (৫৫) নামে এক ব্যক্তি। তার বাড়ি উপজেলার খিলপাড়া ইউনিয়নে।

সর্বশেষ খবর