মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় ড্রেজারের ধাক্কায় সেতুর ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে বালু উত্তোলনের ড্রেজারের মেশিনের ধাক্কায় বেলগাছী সেতুর পিলারের পাইল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানের ঢালাই (কাস্টিং) ভেঙে বের হওয়া রড আট ইঞ্চি দূরত্ব সৃষ্টি করেছে। রবিবার বিকালে উপজেলার সুঘাট ইউনিয়নের মির্জাপুর-সুঘাট আঞ্চলিক সড়কের জোরগাছা নামক স্থানে বাঙালি নদীর ওপর নির্মিত সেতুর ছয় নম্বর পিলারে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার খবর পেয়েই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহর নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে চালকসহ ড্রেজারটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অপরদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটির ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। এছাড়া দ্রুততম সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করার আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, সারিয়াকান্দি উপজেলায় নদী খননের জন্য কাজ শেষে একটি ড্রেজার সিরাজগঞ্জে যাচ্ছিল।

সর্বশেষ খবর