সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

কাফনের কাপড় পরে মিছিল

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসন দাবিতে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছে ব্যবসায়ীরা। গতকাল সকালে শহরের কাঁসারি বাজার মোড় থেকে কাফনের কাপড় পরে এ মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, মেহেরপুর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কলেজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ কুদ্দুস প্রমুখ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের অপসারণ ও বিভাগীয় বিচারের দাবি করে সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে দোকান প্রতি ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। যার রশিদসহ সমস্ত প্রমাণ আছে। তাই কোনো ভাবেই এগুলো অবৈধ দোকান হতে পারে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর