সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কুড়িগ্রামের ৫ শতাধিক বানভাসিকে

কুড়িগ্রাম প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কুড়িগ্রামের ৫ শতাধিক বানভাসিকে

আমেনা বেওয়া (৭০) স্বামী নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের মৃত আলেফুদ্দী মিয়া। কয়েক বছর হয়ে গেছে তিনি মারা যান। এখন এক ছেলে ও এক মেয়ে। ছেলে আলাদা হয়ে নিজ সংসার চালান। স্বামী পরিত্যক্তা মেয়ে আনোয়ারা মানুুষের বাড়িতে ঝি-এর কাজ করে যা পান তা দিয়ে সংসার চলে তার। বয়সের ভারে ন্যুব্জ আমেনা বেগম। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো পাননি কোনো খাদ্য সহায়তা। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং পরিচালক ইয়াশা সোবহানের সহায়তায় গতকাল খাদ্য সহায়তা পান আমেনা বেওয়া। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বানত (বন্যায়) কোটে থাকি কোটে খাই কিছুই বুজবার পাওং নাই বা। গইল ঘরত আন্দা বারা করি কোনোমতেই কয়দিন থাকি চলচং। বসুন্ধরা গ্রুপ হামাক যেকনা সাহায্য করিল তাতে হামরা খুব খুশি বা। আল্লাহ করে ওমাক ভালো থুউক।’ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের উদ্যোগে গতকাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শালমারা দাখিল মাদরাসা মাঠে ও বেরুবাড়ী আবাসন প্রকল্পের আশ্রয় কেন্দ্রের বানভাসিদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। কুড়িগ্রামের ধরলা ও দুধকুমর নদীর নিম্নাঞ্চলে বসবাসকারী আড়াই শতাধিক বানভাসি ও এর আগে সকালে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ বিধৌত রমনা, থানাহাট, নয়ারচর ইউনিয়নের আড়াই শতাধিক বানভাসি মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ খবর