বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

সড়কে ঝরল ছয় জেলায় ৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ছয় জেলায় ৯ প্রাণ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজির তিন যাত্রী ও এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ছাড়া বগুড়া, নাটোর, পিরোজপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন।

কুমিল্লা : দেবিদ্বারে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ সিএনজির তিন যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়শালঘর ইউনিয়নের সংচাইল প্রভাতি ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকরাম হোসেন (১৯), মোহাম্মদ জিলানী (৩৫) ও নাজমুল হাসান (২৬)। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই বাজারে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবদুল জলিল (৮৮) নামে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বগুড়া : সকালে নন্দীগ্রাম উপজেলার পল্লীতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আবদুল লতিফ (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক শামীম হোসেন। নাটোর : বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রেজুরমোড় এলাকায় সকালে অজ্ঞাত গাড়ির চাপায় রসিলা বেগম (৫৬) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ : মঙ্গলবার রাতে ফতুল্লার শিয়াচরের লালখাঁ এলাকায় অটোরিকশার চাপায় সায়েম হোসেন (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। পিরোজপুর : নেছারাবাদে মোটরসাইকেল চাপায় পরিমল ব্যাপারি (৪৫) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কুড়িয়ানা বাজারে এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর (গাজীপুর) : মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাতুল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর