বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

পশুর হাট জমেনি নওগাঁয়

বাবুল আখতার রানা, নওগাঁ

পশুর হাট জমেনি নওগাঁয়

কোরবানির ঈদকে সামনে রেখে ক্ষুদ্র খামারি সাইদুর রহমান এক বছর ধরে দেশি জাতের একটি ষাঁড় পুষে বড় করেছেন। আশা করেছিলেন গরুটি বিক্রি করে লাভের মুখ দেখবেন। কিন্তু বাজারে নেওয়ার পর দাম যা উঠেছে তা শুনে হতাশ। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামে। তিনি বলেন, আশা করেছিলাম, গরুটার দাম ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত উঠবে। শনিবার মহাদেবপুর হাটে সর্বোচ্চ দাম উঠেছিল ৯৫ হাজার টাকা। সোমবার দাম বলছে ৯২-৯৩ হাজার টাকা। গরুর খাবারের যে দাম তাতে এই দামে বিক্রি করলে আমার কোনো লাভই থাকব না। গতকাল নওগাঁর অন্যতম বড় পশুর হাট মাতাজী হাটে গিয়ে দেখা যায়, কোরবানির পশুতে পুরো হাট ঠাসা। বিপুল পরিমাণ পশু যেমন উঠেছিল তেমনি বিক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ছিল না আশানুরূপ ক্রেতা। ফলে অনেকটা বাধ্য হয়ে কম দামে ব্যাপারী ও মৌসুমী ব্যবসায়ীদের কাছে পশু বিক্রি করেছেন বিক্রেতারা। আবার অনেককেই আশানুরূপ দাম না পাওয়ায় হাট  থেকে গরু ফেরত নিয়ে গেছেন। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাতাজীর হাট সপ্তাহে গতকাল দিন পশুর হাট বসে। সারা বছর হাটটিতে গবাদিপশুর বেচাকেনা হলেও কোরবানি উপলক্ষে প্রায় এক মাস আগে থেকে গরু-ছাগলের আমদানি কয়েক গুণ বেড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর