লক্ষ্মীপুরে নিম্নমানের বীজ কিনে সবজি আবাদ করে সর্বস্বান্ত হয়েছেন চাষিরা। প্রতিবাদে বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করেছেন তারা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে দুপুুরে মানববন্ধনে সদর উপজেলার কালির চর এলাকার শতাধিক চাষি অংশ নেন। এ সময় অসাধু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন, দোকানিরা নিম্নমানের বীজ দামি প্যাকেটে ভরে উচ্চমূল্যে বিক্রি করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অথচ প্যাকেটের গায়ে ভাইরাসমুক্ত লিখে চাষিদের প্রলুব্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা দিশাহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক দাবি করেন, আবহাওয়াজনিত কারণে এমন হয়েছে। বীজে কোনো সমস্যা ছিল না। বীজ প্রক্রিয়ার তার লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন নাহার বলেন, কৃষকরা বিষয়টি আমাকে জানিয়েছেন। মাঠ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, ঢেঁড়স, পেঁপেসহ এ জাতীয় সবজি চাষের সময় ভালো জাত এবং ভালো উৎস দেখে বীজ কিনতে হবে। ঢেঁড়সের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। তাছাড়া ছোট ছোট পোকার মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে দ্রুত বিস্তার ঘটায়। এটি কোনো খেতে ছড়িয়ে পড়লে পুরো ফসল নষ্ট করে ফেলে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।
শিরোনাম
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা