লক্ষ্মীপুরে নিম্নমানের বীজ কিনে সবজি আবাদ করে সর্বস্বান্ত হয়েছেন চাষিরা। প্রতিবাদে বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করেছেন তারা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে দুপুুরে মানববন্ধনে সদর উপজেলার কালির চর এলাকার শতাধিক চাষি অংশ নেন। এ সময় অসাধু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন, দোকানিরা নিম্নমানের বীজ দামি প্যাকেটে ভরে উচ্চমূল্যে বিক্রি করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অথচ প্যাকেটের গায়ে ভাইরাসমুক্ত লিখে চাষিদের প্রলুব্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা দিশাহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক দাবি করেন, আবহাওয়াজনিত কারণে এমন হয়েছে। বীজে কোনো সমস্যা ছিল না। বীজ প্রক্রিয়ার তার লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন নাহার বলেন, কৃষকরা বিষয়টি আমাকে জানিয়েছেন। মাঠ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, ঢেঁড়স, পেঁপেসহ এ জাতীয় সবজি চাষের সময় ভালো জাত এবং ভালো উৎস দেখে বীজ কিনতে হবে। ঢেঁড়সের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। তাছাড়া ছোট ছোট পোকার মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে দ্রুত বিস্তার ঘটায়। এটি কোনো খেতে ছড়িয়ে পড়লে পুরো ফসল নষ্ট করে ফেলে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।
শিরোনাম
- ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
নিম্নমানের বীজে কৃষকের সর্বনাশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর