লক্ষ্মীপুরে নিম্নমানের বীজ কিনে সবজি আবাদ করে সর্বস্বান্ত হয়েছেন চাষিরা। প্রতিবাদে বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করেছেন তারা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে দুপুুরে মানববন্ধনে সদর উপজেলার কালির চর এলাকার শতাধিক চাষি অংশ নেন। এ সময় অসাধু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন, দোকানিরা নিম্নমানের বীজ দামি প্যাকেটে ভরে উচ্চমূল্যে বিক্রি করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অথচ প্যাকেটের গায়ে ভাইরাসমুক্ত লিখে চাষিদের প্রলুব্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা দিশাহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক দাবি করেন, আবহাওয়াজনিত কারণে এমন হয়েছে। বীজে কোনো সমস্যা ছিল না। বীজ প্রক্রিয়ার তার লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন নাহার বলেন, কৃষকরা বিষয়টি আমাকে জানিয়েছেন। মাঠ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, ঢেঁড়স, পেঁপেসহ এ জাতীয় সবজি চাষের সময় ভালো জাত এবং ভালো উৎস দেখে বীজ কিনতে হবে। ঢেঁড়সের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। তাছাড়া ছোট ছোট পোকার মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে দ্রুত বিস্তার ঘটায়। এটি কোনো খেতে ছড়িয়ে পড়লে পুরো ফসল নষ্ট করে ফেলে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।
শিরোনাম
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন