লক্ষ্মীপুরে নিম্নমানের বীজ কিনে সবজি আবাদ করে সর্বস্বান্ত হয়েছেন চাষিরা। প্রতিবাদে বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করেছেন তারা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে দুপুুরে মানববন্ধনে সদর উপজেলার কালির চর এলাকার শতাধিক চাষি অংশ নেন। এ সময় অসাধু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন, দোকানিরা নিম্নমানের বীজ দামি প্যাকেটে ভরে উচ্চমূল্যে বিক্রি করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অথচ প্যাকেটের গায়ে ভাইরাসমুক্ত লিখে চাষিদের প্রলুব্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা দিশাহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক দাবি করেন, আবহাওয়াজনিত কারণে এমন হয়েছে। বীজে কোনো সমস্যা ছিল না। বীজ প্রক্রিয়ার তার লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন নাহার বলেন, কৃষকরা বিষয়টি আমাকে জানিয়েছেন। মাঠ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, ঢেঁড়স, পেঁপেসহ এ জাতীয় সবজি চাষের সময় ভালো জাত এবং ভালো উৎস দেখে বীজ কিনতে হবে। ঢেঁড়সের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। তাছাড়া ছোট ছোট পোকার মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে দ্রুত বিস্তার ঘটায়। এটি কোনো খেতে ছড়িয়ে পড়লে পুরো ফসল নষ্ট করে ফেলে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
নিম্নমানের বীজে কৃষকের সর্বনাশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর