রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

সালিশে নারীকে মারধরে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

সালিশে নারীকে মারধরে গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সালিশে নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। আহত নারী বাদী হয়ে গতকাল সকালে মামলা করেন। এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ত্রিশ গ্রাম থেকে জামাল হোসেন নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, সুমন সরকার, রাসেল মিয়া, হাবিব মিয়া, হেলাল মিয়া, রনি মিয়া, আলমগীর হোসেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসমিরা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, পূর্ববিরোধের জেরে ২৮ জুন রাতে মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের এক নারীকে কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক দোকানে সালিশে বসেন। সালিশ বৈঠকে দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানিসহ মারধর করেন।

সর্বশেষ খবর