রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন বন্ধের দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামবাসী। প্রকল্পের জন্য নির্ধারিত গ্রামের মাঠে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আবদুস সাত্তার, মোমিন খা, নবীছদ্দিন বিশ্বাস, ইউপি সদস্য আকবর হোসেন, সাবেক মেম্বার ইসলাম বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, গ্রামের কৃষি জমির পরিমাণ প্রায় ৩৬০ একর। যার বেশির ভাগই তিন ফসলি। এসব জমিতে ধান, পাট, গম, আলু, ভুট্টা, বাদাম, পেঁয়ারা, ডালসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়। একটি এসব জমিকে পতিত উল্লেখ করে সেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাঁয়তারা করেছে। এ কাজে কিছু অসাধু কর্মকর্তা ও রাজনীতিকের যোগসাজশ রয়েছে বলে গ্রামবাসীর দাবি। এ বিষয়ে সাইক্লেক্ট এনার্জি প্রাইভেট লিমিটেডের সোলার প্রকল্পে দায়িত্বরত ইকরামুল হাসান নয়ন বলেন, কৃষকদের অভিযোগ সত্য নয়। আমরা সরকারের সব নিয়ম মেনে প্রকল্পের অনুমতি নিয়ে কাজ শুরু করেছি।

সর্বশেষ খবর